বাংলাহান্ট ডেস্কঃ কেদারনাথ (Kedarnath), হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থানগুলির মধ্যে একটি। ভারতের (India) উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীর কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত এই শিব মন্দির। প্রতিবছরই এখানে প্রচুর সংখ্যাক ভক্ত ভগবান শিবের দর্শন করতে যান।
এই অঞ্চলের প্রাচীন নাম কেদারখণ্ড হওয়ায় এখানকার শিবকে কেদারনাথ বলা হয়। এই মন্দিরটি খ্রিস্টীয় ষষ্ঠ-নবম শতাব্দীর তামিল নায়ানার সন্তদের দ্বারা পাডল পেত্রা স্থলম বা মহাদেশের ২৭৫টি অতি পবিত্র শিবক্ষেত্র হিসেবে প্রশংসা পেয়েছে।
তীব্র শীতের কারণে মন্দিরটি অল্প সময়এর জন্য খোলা থাকে। বছরের এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে এই মন্দির। শীতকালের এই সময়কালে কেদারনাথ মন্দিরের ভগবানের মূর্তিগুলিকে ছয় মাসের জন্য উখিমঠে নিয়ে গিয়ে পূজা অর্চনা করা হয়। সেইসঙ্গে মন্দির সম্পূর্ণ বন্ধ রাখা হয়।
২০১৩ সালের ১৪ই জুন কেদারখন্ডে ঘটে যাওয়া প্রলয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের ফলে অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল। আবারও নতুন ছন্দে ফিরতে শুরু করেছে কেদারনাথ ভূমি। পূর্বে গৌরীকুণ্ড থেকে ১৪ কিলোমিটার পথ পাহাড়ি চড়াই পথে ট্রেকিং করেই মন্দিরে ভগবানের দর্শনের জন্য যেতে হত। ভগবান কেদারনাথ মন্দিরে যাওয়ার জন্য কোনো সড়কপথ নেই।
মানুষজন বিশ্বাস করেন, আদি শঙ্কর কেদারনাথের ওই স্থানে মন্দিরটি নির্মাণ করেছিলেন। মহাভারতেও এই কেদারনাথ মন্দিরের কথা উল্লেখ করা আছে। কথিত আছে, পাণ্ডবরা জ্যোতির্লিঙ্গের থানে বসে তপস্যা করে ভগবান শিবকে তুষ্ট করেন।