‘আমাকে সবাই হিংসা করে’, ছোটপর্দা থেকে ওয়েব সিরিজে গিয়ে দাবি সন্দীপ্তার

বাংলাহান্ট ডেস্ক : বাংলা সিরিয়াল (Bengali Serial) জগতে অতি পরিচিত মুখ সন্দীপ্তা সেন (Sandipta Sen)। প্রায় ১০ বছরেরও বেশি সময় সিরিয়াল জগতে পার করেছেন তিনি। যদিও বর্তমানে বিরতি নিয়েছেন ছোট পর্দা থেকে। আপাতত টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না এই অভিনেত্রীকে। তিনি কাঁপাচ্ছেন ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform)।

সম্প্রতি এক সাংবাদিক সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে একগুচ্ছ কথা জানালেন অভিনেত্রী। সমালোচনার বিরুদ্ধে হলেন সোচ্চার। আবার কবে সিরিয়ালে দেখা পাওয়া যাবে সন্দীপ্তার? প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, ‘সিরিয়াল আমি ছাড়ছি না। তবে নিজেকে একটু অন্যভাবে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করলাম’।

Sandipta Sen

বর্তমানে ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের মন জিতে নিচ্ছেন সন্দীপ্তা। ঠিক তেমন লাগছে এই কাজ? আদৌ কি পছন্দ মতন চরিত্রে অভিনয় করতে পারছেন তিনি? জবাবে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ আমার কাজ নিয়ে আমি ভীষণ খুশি। ওয়েব সিরিজে যে সমস্ত চরিত্রগুলিতে আমি অভিনয় করছি সেগুলি দর্শকদের ভীষণ ভালো লেগেছে। আর এটা থেকেই বোঝা যায় যে আমি ভুল চরিত্র নির্বাচন করিনি’। 

অভিনেত্রীর সংযোজন, ‘আমার অতীতের একটা কথা ভীষণ মনে পড়ে। ‘দুর্গা’ সিরিয়ালের হাত ধরে যখন আমি কাজ শুরু করি তখন অনেকেই বলেছিলেন দ্বিতীয় কাজ পাওয়াটা আমার জন্য খুব কঠিন হবে। যদিও বাস্তবে মোটেই সেটা হয়নি। এই ধারাবাহিক শেষ হওয়ার মাত্র ৬ মাসের মধ্যেই সম্প্রচারিত হয় ‘টাপুর টুপুর’ সিরিয়ালের প্রমো। আমি খুশি যে সিরিয়াল প্রেমীদের সেটি ভীষণ পছন্দ হয়েছিল। আর তাই এসব কথা আমি মানি না’।

Sandipta Sen

সমালোচকদের জবাব দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘একটা সময় আমি স্টার জলসার পর্দায় একগুচ্ছ ধারাবাহিক করেছিলাম তখন অনেকেই বলেছিলেন এই চ্যানেলে নাকি আমি শেয়ার দিচ্ছি। আমার কথা মতোই নাকি অভিনেতা অভিনেত্রীদের নির্বাচন করা হয়। যদিও আমি সে সবে খুব একটা বেশি পাত্তা দিনি। আর এখন আমার ওয়েব সিরিজ নিয়ে সমালোচনা চলছে। আসলে আমি মনে করি যারা আমাকে দেখে হিংসে করে তারাই এই সমস্ত সমালোচনা করে। তবে আমি খুশি। আমি চাই আমাকে আরও অনেকেই হিংসে করুক। তাহলে বুঝতে পারবো যে আমি সঠিক পথে আছি’।

additiya

সম্পর্কিত খবর