‘ব্যালটে ৩০৪ আসনে জিতেছে সমাজবাদী, যত গণ্ডগোল EVM-এ’, বিস্ফোরক স্বামী প্রসাদ মৌর্য

ভোটে হারলেই ইভিএম গোলোযোগ; বিগত কিছু বছরে গোটা ভারতের রাজনীতিতে ভোটে হারের পর এই বিষয়টি নিয়ে অভিযোগ তোলে প্রায় প্রতিটি রাজনৈতিক দল আর এবার উত্তরপ্রদেশ ভোটের পরও সেই একই প্রসঙ্গ তুললেন স্বামী প্রসাদ মৌর্য। কে এই স্বামী প্রসাদ মৌর্য এবং কেন তিনি এমন অভিযোগ তুললেন?

বর্তমানে অখিলেশ যাদবের সপা দলের কর্মী মৌর্যজী পূর্বে যোগী মন্ত্রিসভায় মন্ত্রীর পদ সামলেছেন বহু বছর এবং সম্প্রতি তিনি বিজেপি ছেড়ে সপা-তে যোগ দিয়েছিলেন আর এবার হারের পর তিনি সমাজবাদী পার্টির পরাজয়ের জন্য ইভিএমে কারচুপির অভিযোগ তুললেন। স্বামী প্রসাদ মৌর্য নিজে ফাজিলনগরে তার আসন জিততে ব্যর্থ হন এবং সমগ্র উত্তরপ্রদেশে দলের হারের পর তিনি বলেন সমাজবাদী পার্টি ব্যালটে 300 টির বেশি আসন জিতেছে কিন্তু ইভিএমে বিজেপি সেইসব আসন জিতে নেয়। ফলে ঘুরিয়ে তিনি ইভিএম চক্রান্তের কথাই যেন তুলে ধরলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কু-তে তিনি লিখেছেন, “পোস্টাল ব্যালট ভোটে সমাজবাদী পার্টি 304 টি আসন জিতেছে, যেখানে বিজেপি পেয়েছে মাত্র 99টি। কিন্তু ইভিএম গণনায় দেখা যায় বিজেপি জিতেছে তার মানে কিছু বড় খেলা হয়েছে।”

এক্সিট পোলে বিজেপিকে এগিয়ে রাখার পর থেকেই সমাজবাদী পার্টি ইভিএমে কারচুপির অভিযোগ করেছিলো। দলের সভাপতি অখিলেশ যাদব যেমন অভিযোগ তোলেন তেমনি বাকি অনেক নেতাই ইভিএমে গোলমালের অভিযোগ তোলেন। রেজাল্টের দিন দেখা যায় পোল অনুযায়ী, ইউপিতে বিজেপি জোট 273টি আসন পায় যেখানে এসপি জোট 125টি মাত্র আসন জেতে। আর বর্তমানে স্বামী প্রসাদ মৌর্য যিনি কারচুপির অভিযোগ করেছেন তিনিও ফাজিলনগর থেকে বিপুল ভোটে হারেন। যদিও এইসব অভিযোগে কান দিতে নারাজ বিজেপি দল। তারা এই বিপুল জয়ের জন্য মোদি ও যোগীজিকে ধন্যবাদ জানিয়ে সারা রাজ্যে বিজয় উৎসব পালন করতে চলেছে বলে সূত্রের খবর।

 

Sayan Das

সম্পর্কিত খবর