KKR তাকে ছেঁটে ভুল করেনি, নিজেই প্রমাণ করে দিলেন বাংলাদেশের লিটন দাস

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তিনি যখন কলকাতা নাইট রাইডার্সের (KKR) অংশ হওয়ার সুযোগ পেয়েছিলেন তখন গোটা বাংলাদেশ (Bangladesh) আনন্দে মেতে উঠেছিল। এরপর যখন দেশের হয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলে কেকেআর শিবিরে যোগ দিয়েছিলেন লিটন দাস (Liton Das) তখন সঙ্গে সঙ্গে তিনি দলে সুযোগ পাননি। সেই সময় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা তার হয়ে কম গলা ফাটাননি।

এরপর তাকে একটিমাত্র ম্যাচের সুযোগ দেওয়া হয় যেখানে তিনি ব্যাটিং এবং কিপিং দুই দিক দিয়েই অত্যন্ত হতাশ করেছিলেন কেকেআর সমর্থকদের। এরপর তাকে প্রথম একাদশ থেকে ছেটে ফেলা হয় এবং আবার আফগান উইকেটরক্ষক রাহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়ে আনা হয় একাদশে। ভদ্রস্থ ব্যাটিং এর পাশাপাশি দুর্দান্ত কিপিংও করে চলেছেন আফগান তারকা।

এরপর পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে শিবির ছেড়ে বাংলাদেশ ফিরে যান লিটন। আর তিনি কেকেআর শিবিরে যোগ দেননি। সরাসরি উড়ে গিয়েছেন ইংল্যান্ডের মাটিতে। সেখানে এই মুহূর্তে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত বাংলাদেশ। কলকাতা নাইট রাইডার্সও তার বদলে ক্যারিবিয়ান তারকা জনসন চার্লসকে সই করিয়েছে।

লিটন দাসকে অত্যন্ত কম সুযোগ দেওয়ার কারণে খুবই ক্ষুব্ধ হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন তারা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স করে কেকেআর ম্যানেজমেন্টকে জবাব দেবেন লিটন, এমনটাই আশা ছিল তাদের। কিন্তু তেমনটা হলো না।

liton kkr bng

আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে গোল্ডেন ডাক করেছিলেন লিটন। বৃষ্টির কারণে সেই ম্যাচের ফয়সালা হওয়া সম্ভব হয়নি। আজ দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করে আয়ারল্যান্ড বাংলাদেশের বিরুদ্ধে ৪৫ ওভারে ৩১৯ রানের স্কোর তুলেছে। শতরান করেছেন আয়ারল্যান্ডের তরুণ তারকা হ্যারি টেক্টর। গত বছর হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজও ভালো পারফরম্যান্স করেছিলেন তিনি। আজ সমর্থকদের আশা ছিল যে দুর্দান্ত ব্যাটিং করবেন লিটন। কিন্তু ২১ বল খেলে মাত্র ২১ রান করে আউট হয়েছেন তিনি। তিনি নিজেই যেন প্রমাণ করে দিলেন তার সঙ্গে কলকাতা নাইট রাইডার্স যে ব্যবহার করেছে তা একেবারেই ভুল ছিল না।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর