BJP-তে যোগ দিয়ে নিলেন শপথ! ঘাসফুল ছেড়ে কেন পদ্মফুলে? মুখ খুললেন তাপস রায়

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আগেই তৃণমূলের হাত ছেড়েছেন বরানগরের বিধায়ক তাপস রায় (Tapas Roy)। বুধবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে (BJP) যোগ দিলেন তিনি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির ইনচার্জ মঙ্গল পাণ্ডের উপস্থিতিতে আজ পদ্ম শিবিরে যোগ দেন এই প্রবীণ রাজনীতিক। ফুলের তোড়া দিয়ে তাঁকে দলে স্বাগত জানানো হয়। এরপরেই পুরনো দলের বিরুদ্ধে গর্জে ওঠেন।

তৃণমূল (TMC) ছাড়ার পর একাধিকবার রাজ্যের শাসকদলকে নিশানা করেছেন তাপসবাবু। বুধবার নতুন দলে যোগ দিয়ে ফের একবার তৃণমূলকে আক্রমণ করেন তিনি। বর্ষীয়ান রাজনীতিক বলেন, বাংলার বুকে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। এখানেই না থেমে তৃণমূল (Trinamool Congress) সরকারকে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের সরকার বলেও অভিহিত করেন তিনি।

বরানগরের বিধায়কের কথায়, ‘যে সরকার সংবিধান, আইন-কানুনের কথা বলে, তবে হাই কোর্টের নির্দেশ মানে না। সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না। পশ্চিমবঙ্গ থেকে এসব অমানবিক জলদস্যুদের যাতে… আগামীদিনে আমরা সকলে মিলে শান্তির বাংলা গড়তে পারি সেই উদ্দেশ্যেই আজ শপথ নিয়ে আমি বিজেপিতে যোগদান করলাম’।

আরও পড়ুনঃ SSKM-এ নিয়ে গিয়েও শেষ রক্ষা হল না! CBI-র খাঁচাতেই বন্দি সন্দেশখালির ‘বাঘ’

গত দু’দশকেরও বেশি সময় ধরে তৃণমূলের অংশ ছিলেন তাপস রায়। ২০২৪ লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে যোগ দিলেন গেরুয়া শিবিরে। প্রবীণ রাজনীতিক বলেন, দল তাঁকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্বই তিনি পালন করবেন। পাশাপাশি এও জানান, অতীতে যেমন নিষ্ঠা সহকারে রাজনীতি করেছেন, আগামীদিনেও তার অন্যথা হবে না। বিজেপি নেতৃত্বের প্রতি ১০০% অনুগত থাকার কথাও বলেন তিনি।

tapas roy suvendu adhikari sukanta majumdar

বিজেপিতে যোগদানের পর অধিকারী পরিবারের সঙ্গে নিজের সখ্যতা নিয়েও কথা বলেন তাপসবাবু। তিনি বলেন, অধিকারী পরিবারের সঙ্গে সম্পর্ক বহু পুরনো। একটা সময় প্রচুর যাতায়াত ছিল। থেকেছেন, খেয়েছেন, ছাত্র আন্দোলন করেছেন বলেও জানান। প্রবীণ রাজনীতিকের কথায়, ‘যুব আন্দোলন করেছি দীর্ঘ বহু বছর ধরে। একটু আগে দিব্যেন্দুর ফোন এসেছিল। শিশিরদার কথা আমি জিজ্ঞেস করলাম। বলল, বাবা এখন ঘুমোচ্ছেন। যখন যেটা করেছি অনুগত থেকেছি, বিজেপি নেতৃত্বের প্রতি ১০০% অনুগত থাকবো’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর