বাংলাহান্ট ডেস্ক : পাঁচ বছর অন্তর হিমাচল প্রদেশের (Himachal Pradesh) পালাবদলের ধারা কি বজায় থাকবে? এই প্রশ্নই ঘুরছে পাহাড় রাজ্যে। কী হতে চলেছে ফলাফল আজ তাট আভাস মিলল বুথফেরত সমীক্ষায়।
ইন্ডিয়া টু’ডে+অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা: সাত শতাংশ মুসলিম ভোট পাবে বিজেপি। কংগ্রেস পাবে ৬৫ শতাংশ ভোট। বাকিদের ঝুলিতে ২৮ শতাংশ ভোট যাবে। তফসিলি উপজাতির মধ্যে ৪৪ শতাংশ ভোট পাবে বিজেপি। কংগ্রেস পাবে ৪৩ শতাংশ ভোট। বাকিদের ঝুলিতে ১৩ শতাংশ ভোট যাবে।
তফসিলি জাতিভুক্ত মানুষের ৩৪ শতাংশ ভোট পাবে বিজেপি। কংগ্রেস পাবে ৫২ শতাংশ ভোট। বাকিদের ঝুলিতে ১৪ শতাংশ ভোট যাবে।
টিভি ৯ অন দ্যা স্পট সমীক্ষা :
বিজেপি : ৩৩
কংগ্রেস : ৩১
আপ : ০
অন্যান্য : ৪
আজতক সমীক্ষা :
বিজেপি : ২৪ – ৩৪
কংগ্রেস : ২৬ – ৩১
আপ : ০
অন্যান্য : ০
ইন্ডিয়া টিভি :
বিজেপি : ৩৫ – ৪০
কংগ্রেস : ২৬ – ৩১
আপ : ০
অন্যান্য : ০ – ৩
নিউজ ১৮ :
বিজেপি : ৩৬
কংগ্রেস : ৩০
আপ : ০
অন্যান্য : ২
জি নিউজ :
বিজেপি : ৩৫ – ৪০
কংগ্রেস : ২০ – ২৫
আপ : ০ – ৩
অন্যান্য : ১ – ৫
আর ভারত :
বিজেপি : ৩৪ – ৩৯
কংগ্রেস : ২৮ – ৩৩
আপ : ০ – ১
২০১৭ সালের হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল: মোট ৬৮ টি আসনে লড়াই করেছিল বিজেপি। জিতেছিল ৪৪ টি আসনে। ৪৮.৭৯ শতাংশ ভোট পেয়েছিল। সিপিএম একটি আসনে জিতেছিল। কংগ্রেস ২১ টি আসনে জিতেছিল। প্রাপ্ত ভোটের হার ছিল ৪১.৬৬ শতাংশ। দুটি আসন গিয়েছিল নির্দল প্রার্থীদের ঝুলিতে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা