গতকাল নয়া দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ছিল এবং সেই ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এবং এটাই ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম জয় টি-টোয়েন্টি ক্রিকেটে। কিন্তু এত ভালো দল নিয়েও কেন ভারতকে হারতে হল বাংলাদেশের কাছে এই ব্যাপারে আলোচনা করতে গিয়ে উঠে আসছে বিভিন্ন দিক। অনেকেই মনে করছেন শুরুতেই ভারতীয় ব্যাটিং বিপর্যয়ের জন্য ভারতকে হারতে হল, তো অনেকেই আবার মনে করছেন ভুলভাল ডিআরএস নেওয়ার জন্য, তো অনেকেই আবার ফিল্ডিংয়ের দোষ দিয়েছেন। কিন্তু সাংবাদিক সম্মেলন এসে ভারত অধিনায়ক রোহিত শর্মা দাবি করছেন অভিজ্ঞতার অভাবের জন্যই ভারত কে হারতে হয়েছে। আর এই প্রসঙ্গে এবার সরাসরি মুখ খুললেন বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। আর তার পরেই রোহিত শর্মা জানিয়েছেন এই ভারতীয় দলে অভিজ্ঞতার যথেষ্ট অভাব রয়েছে সেটা স্পষ্ট বোঝা গেছে মাঠে, তার ফলেই ভারতকে হারতে হয়েছে। কিন্তু মনোজ তেওয়ারী এই মন্তব্য মানতে নারাজ, তিনি টুইট করে সরাসরি বলেছেন ‘অভিজ্ঞতা বাজারে কিনতে পাওয়া যায় না।’
অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন যে মনোজ তার এই টুইটের মাধ্যমে খোঁচা দিলেন ভারতীয় দল নির্বাচকদের। তিনি বুঝিয়ে দিলেন যে অভিজ্ঞতা কে দূরে সরিয়ে ভারতীয় নির্বাচকরা যে তরুণদের উপর এতটা ভরসা করছেন সেটা কখনোই ঠিক নয়। উনার কথায় তরুণদের উপর ভরসা করা উচিত কিন্তু তার জন্য ভারতীয় দল যেভাবে অভিজ্ঞদের দূরে সরিয়ে দিচ্ছেন এটা ঠিক নয়।
নির্ধারিত 20 ওভারে ভারতীয় দল 148 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে 3 উইকেট হারিয়ে তিন বল বাকি থাকতেই জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেন বাংলাদেশ ক্রিকেট দল। 60 রান করে বাংলাদেশের জয়ের কারিগর উইকেট রক্ষক মুশফিকুর রহিম। তার পরেই মনোজ টুইট করে লিখেন যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের এই হার ভারতীয় ক্রিকেটকে একটা বড় ধাক্কা দিল। ক্রিকেটে এমন হতেই পারে তবে গতকাল ম্যাচ দেখে মনে হয়েছিল ভারতীয় দলে উন্নতি করার অনেক জায়গা রয়েছে। সেই সাথে মনোজ লিখেন যে সমস্ত নির্বাচকরা মনে করেন যে অভিজ্ঞতা বাজারে কিনতে পাওয়া যায় এই ম্যাচ তাদের বন্ধ চোখ খুলে দিল।