বাংলা হান্ট ডেস্কঃ ওড়িশার রেললাইনে মাওবাদী হামলার ২৪ ঘণ্টার মধ্যেই বিস্ফোরণে কেঁপে উঠল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। শিলাবতী ব্রিজের কাছে রেললাইনের ধারেই রবিবার সন্ধেয় ঘটে বিস্ফোরণ (Explosion)। অল্পের জন্য রক্ষা পায় রাজধানী এক্সপ্রেস। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জঙ্গলমহলের গড়বেতায়। এখন প্রশ্ন উঠছে, ওড়িশার ঘটনার সঙ্গে কি কোনও যোগ রয়েছে? কোনো মাওবাদীদের ছক? নাকি নিছকই দুর্ঘটনা?
কী ঘটেছিল সেই সময়?
রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল ৪:১২ মিনিটে রাজধানী এক্সপ্রেস গড়বেতা স্টেশন অতিক্রম করে। তিন কিলোমিটার এগোনোর পর, শিলাবতী ব্রিজের কাছে হঠাৎই বিস্ফোরণের (Explosion) শব্দ পান ট্রেনের চালক। তবে তিনি থেমে না থেকে গন্তব্যের দিকে এগিয়ে যান। পরে বাঁকুড়ার একটি স্টেশনে দাঁড়িয়ে ঘটনাটি জানান। প্রায় ৩০ মিনিট ট্রেনটিকে সেখানে দাঁড় করানো হয়। এরপর রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করে।
বিস্ফোরণের (Explosion) শব্দ শোনার পরেই গড়বেতা এলাকায় তৎপর হয়ে ওঠে প্রশাসন। রেললাইনের পাশ থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এলাকায় ছড়ায় আতঙ্ক। গার্ডেনরিচ থেকে বিশেষজ্ঞ দল ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। যদিও পুলিশের প্রাথমিক বক্তব্য, রাসায়নিক জাতীয় কোনও পদার্থ রেললাইনে পড়ে গিয়ে এই শব্দ হতে পারে।
একদিন আগেই ওড়িশায় বিস্ফোরণ (Explosion)
উল্লেখ্য, ঠিক আগের দিনই ওড়িশার চক্রধরপুর ডিভিশনের রাংরা-করমপাড়া রুটে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে (Explosion) মৃত্যু হয় এক রেলকর্মীর। ঘটনায় আহত হন আরও একজন। ওই ঘটনায় রেললাইনের স্লিপার ভেঙে যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বিস্ফোরণ, স্বাভাবিক ভাবেই সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে।
আরও পড়ুনঃ শুরু ‘পাড়া সমাধান’ প্রকল্প, আপনার এলাকায় কোথায় হচ্ছে ক্যাম্প? জেনে নিন এক ক্লিকে
গড়বেতার বিস্ফোরণের ঘটনার পেছনে কোনও বড়সড় ষড়যন্ত্র আছে কি না, তা এখনই স্পষ্ট নয়। তদন্ত চলছে। তবে দুই রাজ্যে বিস্ফোরণের (Explosion) সময়ের মিল নিয়ে পুলিশ ও রেল কর্তৃপক্ষ কিছুটা চিন্তিত। ফরেনসিক রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে একটা বিষয় স্পষ্ট যে, রেল নিরাপত্তা ও জঙ্গলমহল ঘিরে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।