বাংলা হান্ট ডেস্কঃ দুয়ারে নির্বাচন। শাসক থেকে বিরোধী সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে। লোকসভা ভোটের (Loksabha Vote) আগে যখন পায়ের তলার জমি শক্ত করতে মরিয়া নেতারা, সেই সময়ই সাংসদ কোটার টাকার ৩০ শতাংশ কাটমানি চাওয়ার অভিযোগ। আর ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা গেল ঘাটালের তৃণমূল সাংসদ দেবের (Dev) নাম! এই নিয়েই এখন ক্রমশ্য চড়ছে রাজনীতির পারদ।
লোকসভা ভোটের আগে ভাইরাল হওয়া অডিও ক্লিপ নিয়ে এখন তুঙ্গে তরজা। এরই মধ্যে এবার অভিনেতা দেবকে নিয়ে বিস্ফোরক তারই সতীর্থ হিরণ (Hiran)। যদিও হিরণের রাজনৈতিক পরিচয়ও রয়েছে। খড়্গপুরের বিজেপি বিধায়ক তিনি। এদিন দেব প্রসঙ্গে বিস্ফোরণ ঘটিয়ে হিরণ বলেন, ‘দেব হচ্ছে চোর।’
সাংসদ দেবকে (Trinamool Congress MP Dev) নিয়ে হিরণের অভিযোগ, ‘সাংসদ থেকেও ওর বড় পরিচয় হচ্ছে ও আপাদমস্তক চোর। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কোটি কোটি টাকা চুরি করেছে। এদিকে ৩০ শতাংশ কাট মানি নিয়ে ও কাজ করে। এখন তো ওর দলের প্রাক্তন বিধায়ক ওর বিরুদ্ধে এই অভিযোগ করছে।’
সম্প্রতি তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। সেই থেকেই এবার তিনি আর ঘাটাল থেকে তৃণমূলের হয়ে লড়বেন কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও, এ বিষয় নিয়ে এখনও পর্যন্ত দেব কিংবা তৃণমূল তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই বিষয়ে কটাক্ষ করে হিরণ বলেন, ‘বিলম্বে বোধোদয়। উনি ভাল অভিনেতা, কিন্তু রাজনীতি করতে হলে চব্বিশ ঘণ্টা মানুষের জন্য কাজ করতে হবে। গত ১০ বছরে কতবার নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছেন দেব? ওর জন্যই ঘাটালে উন্নয়ন থমকে রয়েছে। এবার লোকসভায় হারবেন বুঝতে পেরেই আর দাঁড়াতে চাননি।’
আরও পড়ুন: রেশন দুর্নীতিতে মাথা ঘুরিয়ে দেওয়া মোড়! কিভাবে যুক্ত ছিলেন শাহজাহান? বালু-শঙ্করকে জেরা ED-র
প্রসঙ্গত, সম্প্রতি সংবাদ মাধ্যমে দেব ইঙ্গিতও দিয়েছিলেন, যে তিনি আর নির্বাচনে দাঁড়াতে চান না। যদিও পরে দেব স্পষ্টই জানান দলের সিদ্ধান্তই তিনি মাথা পেতে নেবেন। ওদিকে ভাইরাল হওয়া অডিও ক্লিপে কণ্ঠস্বর কার, সেই প্রসঙ্গে তৃণমূল সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, ‘গলাটা শুনে যেটা মনে হচ্ছে, ওটা হচ্ছে প্রাক্তন বিধায়ক আমাদের ঘাটালের, ওনার গলা।প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। ওনারই গলা লাগছে এটা।’