বিস্ফোরক শোয়েব আখতার! ICC গত দশ বছরে ক্রিকেটকে পুরোপুরি শেষ করে দিয়েছে।

ক্রিকেট ছাড়ার পর ফের একটি দুর্দান্ত বাউন্সার দিলেন প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার। এবার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস সরাসরি তোপ দাগলেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির বিরুদ্ধে। আইসিসি বিরুদ্ধে শোয়েব আক্তারের গুরুতর অভিযোগ দশ বছরে ক্রিকেটকে পুরোপুরি ভাবে শেষ করে দিয়েছে আইসিসি।

শোয়েব আক্তার এইদিন সঞ্জয় মঞ্জরেকরের সাথে একটি কথোপকথনে স্পষ্টভাবে জানিয়ে দেন, ‘ আইসিসি বর্তমান ক্রিকেটে এমন বেশ কয়টি ‘প্লেয়িং কন্ডিশন’ যুক্ত করেছেন যার ফলে ক্রিকেটটাই ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে সাদা বলে ক্রিকেটে। সাদা বলের ক্রিকেটকে পুরোপুরি হবে ব্যাটিং উপযুক্ত করে তুলেছে আইসিসি। এরপরে শোয়েব আক্তার বলেন আইসিসি পুরোপুরিভাবে শেষ করে দিয়েছি ক্রিকেটকে।

209671386fdc28b787dcb9d60ee5c3a5f7c4d718581401154ce057db89e7805678824b4ea

শোয়েব আখতার বললেন আইসিসি যেটা চেয়েছিল সেটাই করেছে। গত দশ বছরে ক্রিকেটের মান পুরোপুরিভাবে নিচে নামিয়ে দিয়েছে আইসিসি। সেই পুরনো শচীন বনাম আক্তার এখন আর নেই। ক্রিকেট ভক্তরা যদি ফের সেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চান তাহলে ওভার প্রতি বাউন্সারের সংখ্যা বাড়ানো উচিৎ। সেই সাথে ত্রিশ গজের বাইরে ফিল্ডারের সংখ্যা বাড়ানো উচিত তবেই ক্রিকেটে আভিজাত্য ফিরে আসবে। সেই সাথে আইসিসিকে আখতার সরাসরি প্রশ্ন করেছেন আপনারা একবার ভেবে দেখুন গত দশ বছরে ক্রিকেটের মান বেড়েছে নাকি কমেছে?

Udayan Biswas

সম্পর্কিত খবর