বাংলাহান্ট ডেস্কঃ 2011 সালের আইপিএলের নিলামে অবিক্রিত থেকে গিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এমনকি তার দল কলকাতা নাইট রাইডার্সও তার জন্য নিলামে কোন প্রকার দর ডাকে নি। তাকে রিটার্নও করে নি। আর তাই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে সেই বছর আইপিএলে অবিক্রিত থেকে যেতে হয়েছিল। পরবর্তীকালে পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়া দলে সুযোগ পান মহারাজ।
তবে সৌরভ গাঙ্গুলিকে দলে না নেওয়ার জন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। প্রাক্তন ভারত অধিনায়ক, বাংলার ক্রিকেটের আইকন তাকে কেন এইভাবে অবিক্রিত থেকে যেতে হল এই নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল কেকেআর কে। কেকেআর ভক্তরা প্রশ্ন তুলেছিলেন তাদের প্রিয় মহারাজকে কেন দল থেকে বাদ দেওয়া হল? সেই সময় এই সকল প্রশ্নের উত্তরে নীরব থাকলেও অবশেষে নয় বছর পর মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্স এর সিইও ভেঙ্কি মাইসোর।
ভেঙ্কি মাইসোর জানিয়েছেন সৌরভ গাঙ্গুলীকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি আমার ছিল। তবে সৌরভকে দল থেকে বাদ দেওয়ার জন্য আমাকে কোন দো-টানায় পড়তে হয়নি। এই সিদ্ধান্তটা আমার কাছে জলের মত পরিষ্কার ছিল। কারণ তখন আমি সৌরভ গাঙ্গুলীর এবং কলকাতা নাইট রাইডার্সের সম্বন্ধে খুব বেশি কিছু জানতাম না। কারণ সেই বছরই বাইরে থেকে এসে আমি কলকাতা নাইট রাইডার্স এর সঙ্গে যুক্ত হয় এবং আমি গত দুই বছরের পারফরম্যান্স দেখেই সৌরভ গাঙ্গুলীকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। তবে আমার কাছে সেই সিদ্ধান্তটি একেবারেই কঠিন ছিল না।