রাজ্য সরকারি কর্মীদের পুজোর উপহার! বড় সিদ্ধান্ত নিল নবান্ন, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

Published on:

Published on:

government of west bengal(4)

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি ডিএ মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে। নভেম্বর মাসে সেই মামলার রায়দানের সম্ভাবনা। সেই নিয়ে আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা (Government Employees)। এরই মধ্যে বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য ভালো খবর এল। ইতিমধ্যেই রাজ্যের অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (Government Of West Bengal)। বৃহস্পতিবারের জারি করা বিজ্ঞপ্তিতে কী জানানো হয়েছে? আপডেট জেনে নিন।

কী সুখবর দিল রাজ্য? Government Of West Bengal

রাজ্য সরকারি কর্মীদের জন্য এলটিসি (লিভ ট্র্যাভেল কনসেশন)-র মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বর্তমান এলটিসির মেয়াদ ২০২৫ সালের ৩১ অক্টোবর শেষ হত। সেই সময়সীমা ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এইচটিসি (হোম ট্র্যাভেল কনসেশন)-র ক্ষেত্রেও এক বছর সময়সীমা বৃদ্ধি করে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।

এই মেয়াদ বৃদ্ধির ফলে এখনও পর্যন্ত যে সরকারি কর্মীরা এই সুবিধা নিতে পারেননি, তাঁরা আগামী এক বছরের মধ্যে তা নিতে পারবেন। ফলত স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা। উল্লেখ্য, প্রতি তিন বছর অন্তর অন্তর এক বার করে সরকারি কর্মচারীরা এই সুবিধা পেয়ে থাকেন।

সরকারি কর্মীরা নির্দিষ্ট সময়ে এই দুটি ছুটির সুবিধা পেয়ে থাকেন। এলটিসি বা লিভ ট্র্যাভেল কনসেশন প্রতি দশ বছরে একবার মেলে। অন্যদিকে এইচটিসি বা হোম ট্র্যাভেল কনসেশন পাঁচ বছর অন্তর একবার মঞ্জুর হয়।

আরও পড়ুন: অযথা ঝুলিয়ে রাখা যাবে না জামিনের আবেদন, সময়সীমা বেঁধে দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের

তবে এখানে বলে রাখা ভালো, এই এক বছরের বাড়তি সময় সরকারি কর্মীরা এক বারের জন্যই পাবেন। ভবিষ্যতে কোনও ছুটির ক্ষেত্রে এর প্রভাব পড়বে না। পুরনো ছুটির মেয়াদ বৃদ্ধি হলেও নিয়ম মত ১ নভেম্বর থেকে নতুন ছুটি নেওয়ার জন্য আবেদন জানাতে পারবেন সরকারি কর্মীরা।

Nabanna Clears 1600 MW Salboni Power Project and Major Recruitment Drive

বলা হয়েছে, অনেক রাজ্য সরকারি কর্মীই ব্যক্তিগত কারণে নির্ধারিত সময়ে ছুটি নিয়ে উঠতে পারেন না। এক্ষেত্রে তাঁদের কথা মাথায় রেখে আগামী এক বছরের মধ্যে বেড়াতে যাওয়ার ছুটি মঞ্জুর করা হবে।