পাকিস্তানি বন্ধুর সঙ্গে AK-47 নিয়ে ফেসবুকে পোস্ট, জঙ্গি সন্দেহে যুবককে আটক করল পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাট (Meerut) জেলায় এক ব্যক্তির হাতে ak-47-এর ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় জুড়ে ক্রমাগত ভাইরাল হয়ে চলেছে। তার পাশে দেখা গিয়েছে অপর এক ব্যক্তিকে। উল্লেখ্য, ওই ব্যক্তি পাকিস্তানি বলে জানা গিয়েছে। এ ঘটনার দরুণ ইতিমধ্যে নড়েচড়ে বসেছে এনআইএ (NIA), এটিএস (ATS) থেকে অন্যান্য তদন্তকারী সংস্থাগুলি। মোহাম্মদ নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে খবর।

ঘটনার কেন্দ্রস্থল উত্তরপ্রদেশের মিরাট জেলার ভবনপুর এলাকা সংলগ্ন শাহকুলিপুর গ্রাম। নাজার মোহাম্মদ নামে মিরাটবাসী এক ব্যক্তির ফেসবুক একাউন্ট থেকে সম্প্রতি একটি ছবি আপলোড করা হয়, যেখানে এক পাকিস্তানি ব্যক্তির সঙ্গে একে-৪৭ হাতে নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে তাকে। এই ছবিটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মায়াঙ্ক ত্যাগী নামে এক ব্যক্তি এই বিষয়টি সর্বপ্রথম পুলিশের নজরে নিয়ে আসেন। পরবর্তীতে তার অভিযোগের ভিত্তিতেই মোহাম্মদকে আটক করা হয়। এক্ষেত্রে শুধুমাত্র ak-47 নিয়ে ছবিই নয়, এছাড়াও ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেব-দেবীদের আপত্তিকর ছবিও পোস্ট করা হয়।

গোটা ঘটনা প্রসঙ্গে মিরাট থানার পুলিশ সুপার কেশব কুমার জানান, “নাজার মোহাম্মদ নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়ে চলেছে। ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ওই ব্যক্তি সৌদি আরবে ছিল। সেই সময় তার সঙ্গে পাকিস্তানের এক বাসিন্দা ইব্রাহিমের যোগাযোগ হয় বলে জানিয়েছে সে।”

উল্লেখ্য, উক্ত ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে ক্রমাগত প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি নাজার মোহাম্মদের সঙ্গে পাকিস্তানি যোগ রয়েছে কিংবা কোন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ঘটাতে চলেছে সে? বর্তমানে অবশ্য সেই সকল বিষয় জানতেই অভিযুক্তকে ক্রমাগত জেরা করে চলেছে পুলিশ। এক্ষেত্রে নয়া কোন তথ্য সামনে উঠে আসে, সেটাই দেখার।


Sayan Das

সম্পর্কিত খবর