লাদাখের প্যাংগং লেকের কাছে ভারতীয় ও চিনা সেনার সংঘর্ষ

 

 

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় এবং চিন সেনার সংঘর্ষের খবর এলো নতুন কেন্দ্র শাষিত অঞ্চল  প্যাংগং লেকের কাছে। উপত্যকা থেকে ৩৭০ ধারা তুলে নাওয়ার পর পাকিস্তানের সাথেই চীনের ও শত্রুতা বারে।সেই কারনেই চীনের এই আক্রমন বলে মনে করা হচ্ছে। ঘটনার পরই ব্রিগেডিয়ার পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে।  ভারতীয় ও চিনা সেনার মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। জানা গেছে হ্রদের উত্তরদিকে ভারতীয় সেনা টহল দিতে গেলে বাধা দেয় চিনা সেনা। আগামী অক্টোবরের ১০-১২ তারিখ চিনা প্রেসিডেন্ট জি জিনপিং-এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেসরকারি পর্যায়ের বৈঠকের কথা। তার আগেই এমন একটা সংঘর্ষে এই বৈঠক কোন দিকে গড়াবে তা বলা যাচ্ছেনা।

IMG 20190912 114939

আজকের এই সংঘর্ষ  ২০১৭র স্মৃতি উস্কে দিয়েছে। ২০১৭য় স্বাধীনতা দিবসের দিন লাদাখের প্যানগং হ্রদ বরাবর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চিনা সেনারা ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করে। দুই পক্ষের সংঘর্ষে আহতও হন অনেক সেনা জওয়ান র।

 


সম্পর্কিত খবর