ডায়মন্ড হারবারে খোঁজ মিলল ভুয়ো আদালতের! বাড়িতেই চলত বিচার! গ্রেফতার ভুয়ো বিচারক

বাংলাহান্ট ডেস্ক : হুবহু আদালতের মত সবকিছু। আদালতের মতোই এখানে হচ্ছে অভিযুক্তদের বিচার। পাশাপাশি চলছে সালিশি সভা। এমনকি এখানে তৈরি হচ্ছে ভুয়া দলিলও। এই ভুয়ো আদালতের ঘটনা সামনে আসতেই চক্ষু চড়কগাছ হয়ে গেলো পুলিশের। পুলিশ প্রশাসনকে লুকিয়ে তৈরি হয়েছিল এই ভুয়ো আদালত। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের মরুইবেড়িয়া এলাকায়। ঘটনায় গ্রেফতার হয়েছেন আব্দুর রজ্জাক নামে এক ব্যক্তি।

স্থানীয় সূত্রে খবর, বিগত দু’বছর ধরে এই ভুয়ো আদালত চালাচ্ছেন আব্দুর রজ্জাক। প্রথম দিকে এখানে তৈরি করা হয় জমির ভুয়ো দলিল। পাশাপাশি কোনো গন্ডগোল হলে মীমাংসা করতেন তিনি।এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে নিজের বাড়িকে তৈরি করে ফেলে আদালতের অনুকরণে। আর আদালতের বিচারক হলেন আব্দুর রজ্জাক। হাতুড়ি নিয়ে বিচারকের আসন সামলাতেন তিনি। গ্রামের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রজ্জাককে এই কাজ থেকে বিরত থাকতে বললেও তিনি তাদের কথা শুনতেন না।

এরপর বুধবার দিন পুলিশের সামনে আসে এই ভুয়ো আদালতের খবর। তারপর সেইদিন রাতেই ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দের নেতৃত্বে পুলিশ বাহিনী মরুইবেড়িয়া গ্রামে হাজির হয়। অভিযান চালিয়ে বাড়ি থেকে পাকড়াও করা হয় ভুয়ো বিচারক আব্দুর রজ্জাককে। তাঁর অফিস থেকে উদ্ধার হয় জমির ভুয়ো দলিল-সহ একাধিক ধারাল অস্ত্র।

768 512 15400546 thumbnail 3x2 court

স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুর রজ্জাক আগে অন্য কাজের সঙ্গে জড়িত ছিল।কিন্তু গত দু’বছর ধরে স্থানীয় গুরুদাস নগর এলাকায় অফিস খুলে এই ধরনের কাজ শুরু করেছিলেন। ডায়মন্ড হারবার এসডিপিও মিতুন দে জানান, এই চক্রে আর কেউ যুক্ত রয়েছে কি না, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে ।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর