বাড়ছে ভুয়ো ইন্স্যুরেন্স কোম্পানি, সতর্ক করল কেন্দ্র

বাংলাহান্ট ডেস্কঃ এই মুহুর্তে গোটা বিশ্বে মহামারির আকার নিয়েছে করোনা ভাইরাস (corona virus)। সারা বিশ্বে করোনা ভাইরাসের কারনে প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যু মিছিল। ভারতেও করোনার করাল গ্রাসে মৃত্যু হয়েছে ৬৪০ জনের৷ আর এই পরিস্থিতিতেই ভারতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে জীবন ও স্বাস্থ্য বীমার চাহিদা।

বর্তমান যুগে যে হারে স্বাস্থ্য খাতে খরচ বাড়ছে তাতে কোনো কারনে অসুস্থ হয়ে পড়লে সেই ব্যয় সামাল দেবার সাধ্য অনেকেরই নেই। এই কারণে, জীবন ও স্বাস্থ্য বীমাগুলির চাহিদা বেড়েছে। তবে এই সময়ে বীমা পলিসি নেওয়ার আগে কিছুটা সতর্কতা অবলম্বন করতে বলছে আইআরডিএ। তারা জানিয়েছে অনেক ভুয়া প্রতিষ্ঠান ডিজিটাল মাধ্যমে খুব কম প্রিমিয়ামে বীমা সরবরাহ করবার কথা বলছে তাদের এই ধরণের দাবি আসলে ভিত্তিহীন, এই বীমাতে বিনিয়োগ করলে আপনার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

Stanford University Offering CS472 Data science AI for COVID 19
3D illustration of Coronavirus, virus which causes SARS and MERS, Middle East Respiratory Syndrome

আইআরডিএ জনগনকে বীমা সংক্রান্ত জাল অনলাইন অফার থেকে সাবধান থাকতে বলেছেন। সারাদেশে করোনা লকডাউনের কারণে বীমা কেনার জন্য মানুষের প্রিয় মাধ্যম হয়ে উঠেছে ইন্টারনেট। পাশাপাশি এই মহামারীর কারণে, মানুষের স্বাস্থ্য বীমা কেনার আগ্রহ বহুগুন বেড়েছে।

বীমা নিয়ন্ত্রক IRDA জানিয়েছে কেবলমাত্র নিম্নলিখিত সংস্থাগুলি থেকে বীমা পলিসি ক্রয় করা উচিত:
1. আইআরডিএ-নিবন্ধিত বীমা সংস্থা
২. আইআরডিএ-নিবন্ধিত বীমা মধ্যস্থতাকারীদের যারা এ জাতীয় ব্যবসা করার অনুমতিপ্রাপ্ত
৩. বীমা সংস্থাগুলির বীমা এজেন্ট নিয়োগ করা।

 


সম্পর্কিত খবর