বাংলা হান্ট ডেস্ক: দেশ থেকে কালো টাকা সরানোর জন্য প্রধানমন্ত্রীর প্রথম জমানার অন্যতম উল্লেখযোগ্য পদক্ষেপ হল নোট বাতিল। তবে এবার মোদীর রাজ্যেই মিলল জাল নোট তৈরির কারখানা। সূত্রের খবর গুজরাতের খেড়া জেলার অম্বা নামে একটি গ্রামে স্বামী নারায়ণ মন্দির চত্বরেই নাকি ওই জাল নোট ছাপার কাজ চলত। সূত্র মারফত খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই মন্দিরের পুরোহিত সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে
বাজেয়াপ্ত হয়েছে প্রায় কয়েক কোটি টাকার বেশি বললেন জাল নোট একই সঙ্গে জাল নোট ছাপার যন্ত্রটি কেউ বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে শনিবার খেরা অঞ্চলের একটি যুবকের কাছ থেকে 203 টি জাল নোট উদ্ধার করে পুলিশ এর পর যুবকের মোবাইল ফোন এবং গাড়ি বাজেয়াপ্ত করে তাঁকে গ্রেফতার করে জেরা চালায় পুলিশ।
ধৃত যুবককে জেরা করে ওই জাল নোট ছাপার ডেরা সন্ধান পায় পুলিশ। একই সঙ্গে ওই কারবারের সঙ্গে যুক্ত কয়েকজনের নামও বলে দেয় ধৃত যুবক। এর পর গুজরাতের অম্বা গ্রামে তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণে জাল নোট সহ নোট ছাপার যন্ত্র উদ্ধার করে পুলিশ একই সঙ্গে মন্দির থেকেই পুরোহিত সহ পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
এখন প্রশ্ন উঠছে, 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাতারাতি নোট বাতিল ঘোষণা করেছিলেন। এর পর দেশে নতুন পাঁচশ দুই হাজার, এবং দশ পঞ্চাশ ও এক শ এবং দুশো টাকার নতুন নোট আসে। তা হলে দেশ থেকে দুর্নীতি দূর করতেযখন নোট বাতিল করা হচ্ছে কী ভাবে নিজের দুর্গেই সে জাল নোট ছাপার কাজ চলছে?