বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা উপনির্বাচনের দিন ভাটপাড়ায় খুন হন তৃণমূল নেতা অশোক সাউ। জগদ্দল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে চায়ের দোকানে গুলি করে হত্যা করা হয় তাঁকে। এবার নিহত তৃণমূল নেতার পরিবারের মুখে শোনা গেল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হওয়ার কথা।
কী দাবিতে হাইকোর্টের (Calcutta High Court) পথে নিহত তৃণমূল নেতার পরিবার?
বুধবার জগদ্দল থানার অদূরে এক চায়ের দোকানে অশোককে ঘিরে ধরে একদল দুষ্কৃতী। গুলি করে খুন করা হয় তাঁকে। ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। এর মাঝেই প্রয়াত তৃণমূল (Trinamool Congress) নেতার পরিবার জানাল, পুলিশের ওপর তাঁদের আস্থা নেই। সেই কারণে এনআইএ তদন্তের দাবি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।
ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনের এই ঘটনায় এখনও অবধি ১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত অশোক সাউয়ের ভাই বলেন, পুলিশ যদি তৎপর না হয়, তাহলে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হব। এনআইএ তদন্তের আবেদন জানানোর কথাও বলেন তিনি।
আরও পড়ুনঃ বাবা হিসেবেও সেরা! বিশেষভাবে সক্ষম দুই মেয়ে! চন্দ্রচূড়ের জীবনের এই কাহিনী আজও অনেকের অজানা…
প্রয়াত তৃণমূল (TMC) নেতার ভাইয়ের কথায়, ‘আজ ২-৩ দিন হয়ে গিয়েছে। পুলিশ এখনও অবধি মাত্র ১ জনকে গ্রেফতার করেছে। ওরা স্করপিও করে ঘুরে বেড়াচ্ছে, আমার কাছে ভিডিও রয়েছে। পুলিশ ওদের ধরছে না। কী জন্য ধরছে না সেটা আমি তো জানি। সবাই জানে। পুলিশ যদি তৎপর না হয় তাহলে হাইকোর্টে যাব। এনআইএ করব’।
অশোকের আর এক ভাই আবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার কথা বলেছেন। তাঁর কথায়, ‘ভোটের আগে এখানকার সাংসদ গুণ্ডারাজ শেষ করে দেওয়ার কথা বলেছিলেন। তবে ওনার সেই ক্ষমতা নেই। আমি রাজ্যপালের কাছে যাব। ওনাকে সুবিচার দিতে বলব। এদের কোনও ক্ষমতা নেই, আমি বুঝে গিয়েছি’।
এদিকে তৃণমূল নেতা খুনের এই ঘটনায় একে অপরের দিকে আঙুল তুলেছে তৃণমূল এবং বিজেপি। জোড়াফুল শিবিরের দাবি, এই খুনের ঘটনায় অভিযুক্তরা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের অনুগামী। অন্যদিকে অর্জুন আবার তৃণমূল সাংসদের সঙ্গে মূল অভিযুক্তের সঙ্গে ছবি সামনে এনেছেন। এসবের মাঝেই এবার হাইকোর্টে (Calcutta High Court) যাওয়ার কথা বলে দিল নিহত তৃণমূল নেতার পরিবার।