ইতি IAS টপার টিনা ডাবি আর আতহার খানের বৈবাহিক জীবনের, তালাকের মঞ্জুরি দিল আদালত

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিখ্যাত আইএএস কাপল টিনা ডাবি এবং আতহার খানের কাহিনী এখন সকলের কাছেই কম বেশি পরিচিত। ২০১৫ সালে ইউ পি এস সি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন টিনা, দ্বিতীয় স্থানে ছিলেন এই আতহার খান। ইউপিএসসির প্রশিক্ষণ চলাকালীন দুজনে ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়েন। পরীক্ষায় টিনাকে হারাতে না পারলেও টিনার মন জয় করে নিয়েছিলেন আতহার। পরবর্তী ক্ষেত্রে তারা একসাথেই পোস্টিং পান রাজস্থানে এবং বিবাহের জন্য অঙ্গীকারবদ্ধ হন।

তাদের বাগদানের খবর সামনে আসতেই রীতিমতো সমালোচনা শুরু হয়। উঠে আসে হিন্দু-মুসলিম ইস্যু। কেউ কেউ একে লাভ জিহাদ বলেও সমালোচনা করতে থাকেন। কিন্তু কোন সমালোচনাতেই কান দেননি এই কাপল। বরং নিজের বাগদানের কথা ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় টিনা লেখেন, “আমি তার অধ্যবসায়ের জন্য প্রতিদিন তাকে ধন্যবাদ জানাই। তিনি একজন অসাধারণ মানুষ। আমরা খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছি।”

কিন্তু বিবাহের কিছুদিন পেরোতে না পেরোতেই ফের একবার সংবাদ শিরোনামে উঠে এলেন এই দম্পতি। কিছুদিন আগে হঠাৎই টিনা ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ‘খান’ পদবী মুছে ফেলেন। অন্যদিকে তাকে ইনস্টাগ্রামে ফলো করা বন্ধ করে দেন আতহারও। জানা গেছে এরই মাঝে জয়পুরের পারিবারিক আদালতে পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদের আবেদনও করেছিলেন তারা। অবশেষে ১০ আগস্ট সেই আবেদন মঞ্জুর করেছে কোর্ট।

বর্তমানে বিবাহবিচ্ছেদ ঘটলেও তাদের মধ্যে সম্পর্ক কিছুদিন আগেও অটুট ছিল। তাদের একসাথে ভ্রমণের একাধিক ছবি দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেশে বিদেশে আতহারের সাথে তোলা একাধিক ছবি নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন টিনা। তাজমহলের সামনেও ছবি তুলতে দেখা গিয়েছিল তাদের। সেই ছবি নিয়েও আলোচনা কম হয়নি।

 

সম্পর্কিত খবর

X