হোটেল অগ্নিমূল্য! অক্টোবরে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখার মাথা ঘুরিয়ে দেওয়া উপায় আবিস্কার ভক্তদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই এতদিনে জেনে গিয়েছেন যে বিশ্বকাপ (2023 ODI World Cup) ভারতের মাটিতে আরম্ভ হবে আগামী ৫ ই অক্টোবর। আর সংখ্যাগরিষ্ঠ ক্রিকেট সমর্থকের মতে বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে উত্তেজক ও হাইভোল্টেজ ম্যাচ ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) আয়োজিত হবে ১৫ ই অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এখন থেকেই সেই ম্যাচটি কেন্দ্র করে উত্তেজনার আমেজ চড়তে শুরু করে দিয়েছে।

কিন্তু ওই ম্যাচকে কেন্দ্র করে একটি সমস্যা দেখা দিয়েছে। আহমেদাবাদে ওই বিশেষ দিন ও তার আগের দিনে হোটেল বুকিং করতে গিয়ে বিশাল সমস্যায় পড়ছেন ভক্তরা। সাধারণত যা মূল্য থাকে একটি হোটেলের রুমের, ভারত বনাম পাকিস্তান ম্যাচ কে কেন্দ্র করে হোটেল মালিকরা সেই মূল্যের দশ গুণ মূল্যও চার্জ করছেন কিছু জায়গায়। খবর পাওয়া গিয়েছে বেশ কিছু হোটেল এক রাতের জন্য ৫০,০০০ টাকাও চাইছে ওই বিশেষ দিনকে কেন্দ্র করে।

এই ঘটনা সমস্যা ফেলেছে অনেক ক্রিকেট ভক্তকে। অন্যান্য শহরের যে ক্রিকেট ভক্তরা নিয়মিত এই জাতীয় হাই ভোল্টেজ ম্যাচ স্টেডিয়ামে গিয়ে দেখতে অভ্যস্ত তারা বিপাকে পড়েছেন এই সমস্যার কারণে। তাই তাদের মধ্যে অনেকেই ওই ম্যাচ দেখার জন্য আহমেদাবাদ শহরে থাকার একটি বিশেষ উপায় বার করেছেন। হোটেল রুমের বদলে তারা হাসপাতালের বেড ভাড়া করছেন ওই বিশেষ দিন বা তার আগের দিনের জন্য।

হোটেলের ৫০,০০০ টাকার বদলে হাসপাতালের বেড ৩০০০ থেকে ২৫,০০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে ওই শহরে। তার পাশাপাশি ওই টাকাতেই শরীরের মেডিকেল চেকআপ এবং খাওয়ারের বন্দোবস্তও হয়ে যাচ্ছে। কিছু ক্রিকেট ভক্তর মাথা থেকে বার হওয়া অভিনব এই উপায় স্পষ্ট করে বলে দেয় যে ভারতে ক্রিকেট খেলার তাই এত জনপ্রিয় কেন!

সান্নিধ্য সুপার স্পেশালিটি হাসপাতালের ডিরেক্টর, চিকিৎসক পলাশ শাহ বলেছেন,”যেহেতু এটি একটি হাসপাতাল, তাই ক্রিকেটপ্রেমীরা পুরো শরীরের মেডিক্যাল চেক আপ এবং রাতারাতি থাকার জন্য প্যাকেজ বুকিং করছে। এতে তাদের উভয় উদ্দেশ্যই পূরণ হয়, থাকার জন্য অর্থ সাশ্রয় হয় এবং তাদের স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়।”

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর