এই মহারথীকে বাদ দিয়েই দ্বিতীয় ম্যাচ খেলবে KKR, থাকছে বড় চমক! জানুন বিস্তারিত

বাংলা হান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে দেশের সবচেয়ে বড় উৎসব IPL 2024। আইপিএলের (Indian Premier League) তৃতীয় ম্যাচে কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে খেলা হয়। নাইটদের ঘরের মাঠ ইডেনে আয়োজন হয় ম্যাচটির, অবশেষে রুদ্ধশ্বাস ম্যাচে জয় দিয়ে নিজেদের IPL অভিযান শুরু করে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথম ম্যাচ ছিল দুর্দান্ত, সেখানে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয় জয় পাওয়ার জন্য।

কলকাতা এবং হায়দ্রাবাদের হাই স্কোরিং ম্যাচ হলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের দ্বারা শেষ অবধি মাত্র ৪ রানে জিতে যায় KKR। আর এই প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করেন ফিল সল্ট, রমনদীপ সিং, রিঙ্কু সিং। কিন্তু যিনি ব্যাটে বলে কামাল করেছেন তিনি আন্দ্রে রাসেল। প্রথম ম্যাচে বল হাতে নজর করেন হর্ষিত রানা।

আরও পড়ুন : ‘অল ইজ় নট ওয়েল’! আমরণ অনশনে ‘থ্রি ইডিয়টস’-এর র‌্যাঞ্চো, কেন ধর্নায় বসেছেন সোনম ওয়াংচুক?

কলকাতার দ্বিতীয় ম্যাচ রয়েছে শুক্রবার। সেদিন তারা অ্যাওয়ে ম্যাচে খেলবে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। RCB এর সামনে KKR দলে বড় কোনো পরিবর্তন আসছে কিনা তাই নিয়ে জোর গুঞ্জন উঠেছে। KKR ভক্তদের মধ্যেও অনেকে নানান দাবী তুলেছেন ইতিমধ্যে। কিন্তু সত্যিই কি ব্যাঙ্গালোরের সাথে ম্যাচের আগে বড় পরিবর্তন আসবে দলে?

মূলত যে ক্রিকেটারকে বাদ দেওয়ার দাবী উঠেছে তিনি আর কেউ নন, এবারের আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় মিচেল স্টার্ক (Mitchell Starc)। ২৪.৭৫ কোটি টাকার বোলারের বলের কারণে প্রথম ম্যাচে দারুণ বেগ পেতে হয় কলকাতাকে। হায়দ্রাবাদের বিরুদ্ধে ১৯ তম ওভারে বেদম পিটুনি খেয়ে ২৫ রান দেন স্টার্ক। ৪ ওভারে মোট ৫৩ রান দিয়ে ভক্তদের রক্তচক্ষুর সামনে অস্ট্রিয়ান পেসার।

আরও পড়ুন : বন্দে-অমৃত ভারত তো হল! নিত্যপ্রয়োজনীয় লোকাল ট্রেন কবে? কপাল খুলবে উত্তরবঙ্গের?

kolkata knight riders kkr

তবে এক্ষুনি বলা যাচ্ছেনা যে, KKR শিবির স্টার্ককে বাদ দেবে কিনা। সোশ্যাল মিডিয়াতে চলতে থাকা নানান বিদ্রুপ সহ্য করেও KKR টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছেন স্টার্কের ওপর। আপাতত KKR এর সমস্ত পেস অ্যাটাকের নেতৃত্বে থাকবেন মিচেল স্টার্ক।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর