করবা চৌথের ছবিতেই ফাঁস বেবি বাম্প, প্রথম বিবাহ বার্ষিকীর আগেই সুখবর দিচ্ছেন বরুন-নাতাশা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পরিবার বাড়তে চলেছে বরুন ধাওয়ান (varun dhawan) ও নাতাশা দালালের (natasha dalal), সম্প্রতি এমনি গুঞ্জনে ছয়লাপ নেটমহল। বিয়ের বছর ঘোরার আগেই সুখবর দিতে চলেছেন বলিউডের এই তারকা দম্পতি, এমনটাই দাবি করছেন নেটিজেনরা। ইতিমধ‍্যেই শুভেচ্ছা জানানোর পালাও শুরু হয়ে গিয়েছে বরুন নাতাশাকে।

গুঞ্জনের শুরু করবা চৌথের পর থেকে। চলতি মাসের জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন বরুন নাতাশা। এবারেই তাঁদের প্রথম করবা চৌথ পালন। নিষ্ঠা ভরে সারাদিন উপোস থেকে চালুনিতে চাঁদ দেখে তারপর স্বামীর মুখ দেখে উপোস ভাঙেন নাতাশা। করবা চৌথের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছিলেন বরুন।


যাবতীয় গুঞ্জনের শুরু এই পোস্ট থেকে। এদিন পাউডার ব্লু রঙের একটি সালোয়ার কামিজ পরেছিলেন নাতাশা। পাশে পিচ রঙের কুর্তা ও ডেনিমে বরুন। কিন্তু এই ছবিতে নেটিজেনদের নজর কেড়েছে অন‍্য একটি বিষয়। দুটি ছবিতে নাতাশার পেটে হাত দিয়ে থাকতে দেখা গিয়েছে বরুনকে। এতেই নেটিজেনদের ধারনা হয়েছে, নাতাশা অন্তঃসত্ত্বা। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব‍্য করেননি বরুন নাতাশা।

গত জানুয়ারি মাসেই নিজের স্কুল জীবনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বরুন। সম্পূর্ণ পাঞ্জাবি রীতিতে হয় বরুন নাতাশার বিয়ে। সাদা শেরওয়ানিতে সেজেছিলেন বরুন। অপরদিকে নাতাশার পরনে ছিল সাদা ও রূপোলি লেহেঙ্গা চোলি।

https://www.instagram.com/p/CVavsDch3ic/?utm_medium=copy_link

দুই পরিবারের সদস‍্য ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের উপস্থিতিতে হয় বিয়ে। বিয়ে নিয়ে প্রথমে ঢাক ঢাক গুড়গুড় করলেও পরে নিজেই সোশ‍্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করেন বরুন। নাতাশার সঙ্গে সাত পাকে ঘোরার ছবিও পোস্ট করেন তিনি।

X