বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে ঘটেছে অপেক্ষার অবসান! গত সপ্তাহেই বহুল প্রত্যাশিত বিশ্বকাপ ২০২৩-এর (ODI World Cup 2023) সময়সূচী প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ৪৬ দিন ব্যাপী এই টুর্নামেন্ট আরম্ভ হবে ৫ই অক্টোবর, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে শেষ সংস্করণের ফাইনালের পুনরাবৃত্তি দিয়ে আরম্ভ হবে টুর্নামেন্টটি।
ভারতের মাটিতে পাকিস্তানের ম্যাচগুলির সম্পূর্ণ সূচিও বলছে যে তারা দুটি ম্যাচ খেলবে ইডেন গার্ডেন্সে। অক্টোবর মাসের ৬ এবং ১২ তারিখে তারা প্রথম দুটি কোয়ালিফাইং দলের সঙ্গে ম্যাচ খেলবে হায়দরাবাদে। এরপর ভারতের বিরুদ্ধে ১৫ই অক্টোবর আহমেদাবাদের ম্যাচের পরে ২০ তারিখ অস্ট্রেলিয়া, ২৩ তারিখ আফগানিস্তান এবং ২৭ তারিখ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে তারা। মাসের শেষ দিনে অর্থাৎ ৩১ তারিখে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইডেন গার্ডেন্সে মাঠে নামবেন বাবর আজমরা। এরপর ১২ই নভেম্বর তারা গ্রুপের শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে মাঠে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। মাঝে ৫ই নভেম্বর তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ব্যাঙ্গালোরে।
তার আগে বাবর আজমদের সুরক্ষা নিশ্চিত করতে পাকিস্তান ক্রিকেট দল একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারতের মাটিতে। তারা জানিয়েছে যে ভারত সফরের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মূল কর্তব্য হল দেশের সরকারের কাছ থেকে অনুমতি চাওয়া এবং তারপর একটি সুরক্ষা নিশ্চিতকারী দল পাঠিয়ে ক্রিকেট দলের নিরাপত্তা সুনিশ্চিত করা। কিন্তু এই পদক্ষেপটি করতে গিয়েই চূড়ান্ত ব্যাঙ্গের মুখে পড়েছে পিসিবি।
পাকিস্তান হলো এমন একটি দেশ যেখানে নাশকতামূলক কাজকর্মের কারণে অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশগুলি নিজেদের ক্রিকেট দল পাঠায়নি দীর্ঘ কয়েক বছর। তারাই এবার ভারতের মাটিতে সুরক্ষা নিশ্চিতের জন্য প্রতিনিধিদল পাঠাচ্ছে দেখে ভারতের নেটিজেনরা। কেউ কেউ ব্যঙ্গ করে বলেছেন কে যেন রানু মন্ডলকে দিয়ে অরিজিৎ সিং-এর একজন গায়ক হিসেবে গ্রহণযোগ্যতার বিচার করা হচ্ছে।
পাকিস্তান ক্রিকেট দল শেষবার ভারত সফর করেছিল ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে। শেষবার তারা ভারতের মাটিতে ওডিআই ম্যাচ খেলেছিল ২০১২ সালে একটি দ্বিপাক্ষিক সিরিজে। সেই ওডিআই সিরিজে ভারতীয় দলকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছিল পাকিস্তান।