শুধু ঘুমিয়েই মাসিক আয় ২৮ লাখ টাকা! পাঁচ মিনিটের জন্য জাগালে দিতে হয় ৩০ হাজার টাকা

বাংলাহান্ট ডেস্ক : আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া শুধু আর তথ্য আদান-প্রদানের মাধ্যম নয়, উপার্জনেরও এক নয়া পন্থা। অনেকেই এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে জনপ্রিয় (social media influencer) হয়ে লাখ লাখ আয় করছেন। তাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কনটেন্ট দিতে হয়। কেউ নাচের ভিডিও বানায়, আবার কেউ অভিনয়ে দক্ষতা দেখায়। কিছু ভ্রমণকারী আবার ব্লগার হিসাবে পরিচয় দেন।

কিন্তু কেউ যদি আপনাকে বলে যে একজন মানুষ ঘুমন্ত অবস্থায় লাখ লাখ টাকা কামাচ্ছে, তাহলে আপনার শুনতে কিছুটা অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটা সত্যি। আমরা যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনজারের কথা বলছি সে ‘ঘুমের’ ভিডিও তৈরি করে বছরে তিন কোটি টাকা আয় করছে। তিনি জ্যাকি বোহেম। জ্যাকি বোহেম অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে থাকেন।

জানা গিয়েছে, জ্যাকি বোহম, পেশায় একজন ওয়েব ডেভেলপার, টিকটকে 1 মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে তার। তিনি প্রতিদিন রাত ১০টায় ঘুমাতে যান। এই সময় তিনি অনলাইনে থাকেন এবং তার অনুসারীরা তাকে অনলাইনে দেখতে পান। এখন যদি কোনো ভক্ত জ্যাকিকে ঘুমন্ত অবস্থায় জাগিয়ে তুলতে চায়, তাহলে তাকে কিছু টাকা দিতে হয়। এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে রোজগার করেন জ্যাকি।

 

View this post on Instagram

 

A post shared by Jakey Boehm (@jakeyboehm)

দ্য অস্ট্রেলিয়ান-এর প্রতিবেদন অনুসারে, জ্যাকি অনলাইনে থাকাকালীন তার দর্শকরা ভার্চুয়াল উপহার কেনে। এটি জ্যাকির ঘরে কিছু শব্দ করে এবং তার আলো জ্বলে ওঠে। তার ভক্তরা এটি করে ভিডিও গেমের অভিজ্ঞতা নেয়, যেখানে তারা যখনই চায় জ্যাকিকে জাগিয়ে তোলে। জ্যাকি অনলাইনে থাকাকালীন দর্শকরা ভার্চুয়াল উপহার কিনে তার ঘুম ভাঙায়। আসলে এটি একটি ভিডিও গেমের সিস্টেম। অর্থের বিনিময়ে জ্যাকির ঘুম ভেঙে গেলে দর্শকরা এক অনন্য গেমিংয়ের অভিজ্ঞতা লাভ করেন। এই সিস্টেমের অধীনে জ্যাকি মাসে প্রায় 28 লক্ষ টাকা আয় করেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর