RTI বাবদ খরচ ৫০ হাজার! টাকা চেয়ে মহম্মদ সেলিমকে চিঠি অসহায় কৃষকের, চাঞ্চল্য আলিমুদ্দিনে

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েতে দুর্নীতির সন্দেহে দাখিল করেছিলেন আরটিআই( RTI) আর সেই বাবদ পঞ্চায়েতের একটি চিঠি আসতেই চক্ষু চড়ক গাছ হয়ে গেল এক কৃষকের। আরটিআই বাবদ পঞ্চাশ হাজার টাকা খরচের কথা উল্লেখ রয়েছে সেই চিঠিতে। বর্তমানে এই ঘটনায় কৃষক সরাসরি মহম্মদ সেলিমকে (Mohammod Selim) একটি চিঠি লিখে বসেছেন, যা নিয়ে হইচই পড়ে গিয়েছে আলিমুদ্দিন স্ট্রিটের দপ্তর সহ গোটা বাংলায়।

জানা গিয়েছে, সম্প্রতি রানাঘাটের তাহেরপুর অন্তর্গত খিশমা গ্রাম পঞ্চায়েতের অন্দরে দুর্নীতি হচ্ছে বলে সন্দেহ প্রকাশ করে এক কৃষক এবং এরপর সেই প্রসঙ্গে আরটিআইও করে সে। তবে সেই সংক্রান্ত একটি চিঠি পেয়েই বর্তমানে চোখ কপালে উঠেছে তার।

কয়েকদিন পূর্বে এই সংক্রান্ত আরটিআই দাখিল করে ওই ব্যক্তি। পরবর্তীতে পঞ্চায়েতের দ্বারা একটি চিঠি পাঠানো হয় ওই ব্যক্তিটির কাছে, যেখানে জানানো হয়, “আরটিআই করার জন্য আমাদেরকে মোট ২৫০০০ পেজের জেরক্স করতে হবে। প্রতিটি পেজ অনুযায়ী যদি ২ টাকা করে ধরা হয়, তবে মোট খরচ হতে পারে ৫০ হাজার টাকা।” এমনকি আগামী কয়েক দিনের মধ্যে ওই ব্যক্তিকে অফিসে উপস্থিত হতেও বলা হয় আর সম্পূর্ণ চিঠির বিষয়বস্তুর সামনে আসতেই হতভম্ব হয়ে পড়ে ব্যক্তিটি।

selim

৫০ হাজার টাকা সে কোথায় পাবে, তা কোনোমতেই বুঝে উঠতে পারে না সে এবং শেষ পর্যন্ত সিপিএম দপ্তরে একটি চিঠিও পাঠিয়ে দেয়। এক্ষেত্রে মহম্মদ সেলিমকে উদ্দেশ্য করে চিঠি লেখা হয়েছে বলে খবর। উল্লেখ্য, বর্তমানে গোটা বাংলা জুড়ে সিপিএমের ‘পাহারায় পাবলিক’ শিবির চলছে। বর্তমানে সেখানেই চিঠি পাঠিয়ে অর্থ প্রদানের প্রার্থনা জানিয়েছে কৃষকটি, যা নিয়ে ইতিমধ্যে সিপিএম দপ্তর সহ গোটা বাংলাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই প্রসঙ্গে অবশ্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোনোরকম মন্তব্য প্রকাশ করা হয়নি।


Sayan Das

সম্পর্কিত খবর