বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কলকাতার অন্যতম প্রধান ক্লাব ইস্টবেঙ্গলের সমর্থকরা ইস্টবেঙ্গলের আইএসএল খেলার দিকেই তাকিয়ে রয়েছে। তাদের মনে এখন একটাই প্রশ্ন শতবর্ষে কি আইএসএল খেলতে পারবে ইস্টবেঙ্গল ক্লাব? তবে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার ব্যাপারে এখনো পর্যন্ত আশার আলো দেখছেন ফেডারেশন সচিব কুশল দাস।
ফেডারেশন সচিব কুশল দাস ইস্টবেঙ্গলের আই এস এল খেলার ব্যাপারে আশাবাদী হলেও ইস্টবেঙ্গলের পক্ষে এই কাজটি সহজ হবে না। কারণ এখনো পর্যন্ত কোয়েস ইস্টবেঙ্গল নামেই ফেডারেশনের কাছে নথিভুক্ত রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের নাম। এছাড়াও এখনো পর্যন্ত কোয়েসের কাছ থেকে NOC পায় নি ইস্টবেঙ্গল। NOC পাওয়ার পর ক্লাব লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া শুরু করবেন ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাব লাইসেন্স পাওয়ার পর আইএসএল খেলার জন্য আবেদন করতে পারবে ইস্টবেঙ্গল কিন্তু এই সমস্ত প্রক্রিয়াটি শেষ করার জন্য ইস্টবেঙ্গলের হাতে একেবারেই সময় নেই।
শুধু এই সমস্ত সার্টিফিকেট পেলেই হবে না আইএসএল খেলার সমস্ত শর্ত পূরণ করতে হবে ইস্টবেঙ্গল ক্লাবকে। তবেই আইএসএলে নামতে পারবেন ইস্টবেঙ্গল। আর সেই কারণেই ফেডারেশন সভাপতি কুশল দাস মনে করেন এই বছর না হলেও আগামী বছর দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ আইএসএলে খেলবে ইস্টবেঙ্গল।