জিন্স পরায় পার্টির বৈঠকে ঢুকতে দেওয়া হল না মহিলা বাম কর্মীকে, পোশাক নিয়ে ফতোয়া CPIM-র

বাংলাহান্ট ডেস্কঃ জিন্স শার্ট পড়ে আসা যাবে না পার্টি সম্মেলনে- এমন অভিযোগেই পার্টির সম্মেলনে ঢুকতে দেওয়া হল না এক কর্মীকে- এমনটাই দাবি করেছেন সিপিএম (cpm) কর্মী মৌসুমী মল্লিক। এই অভিযোগে নিজের ফেসবুকে পোস্টও করেছেন বর্ধমানের (burdwan) মৌসুমী মল্লিক।

বিষয়টা হল, মৌসুমী মল্লিক নামে এক সিপিএম কর্মী অভিযোগ করেছেন, তিনি জিন্স শার্ট পার্টির সম্মেলনে গেলে, তাঁকে সেখানে প্রবেশে বাঁধা দেওয়া হয়। তাঁর পোশাক নিয়ে প্রশ্ন তুলে, বর্ধমান পূর্ব এক নম্বর এরিয়া কমিটির সম্মেলনে তাঁকে প্রবেশের অধিকার থেকে বঞ্চিত করা হয়।

mousumi

এই ঘটনার পরই স্যোশাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দেন এই সিপিএম কর্মী। তিনি লেখেন, ‘এই প্রথম জানলাম জিন্স, শার্ট পরে পার্টির সম্মেলনে যাওয়া যায় না। শুনুন ডিয়ার নেত্রী আপনি বলেছিলেন না এই জেনারেশনের কেউ মহিলা সমিতিতে আসতে চাইছে না। তাহলে বলি শুনুন আপনার মতো পুরনো চিন্তা ধারায় ডুবে থাকা মহিলা থাকলে আমি কেন আমার জেনারেশনের কোনও মেয়ে আগ্রহ দেখাবে না। চিন্তাধারা পাল্টান ভালো হবে’।

এই ঘটনার পর তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। দলের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ কিছুতেই মানতে নারাজ গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ। তাঁর দাবি কোথাও একটা ভুল হচ্ছে। তিনি বলেন, ‘এমনটা কখনই হতে পারে না। আমাদের সংগঠনে এমন কথা হয় না। কোথাও ভুল হচ্ছে, তবে সবটা খতিয়ে দেখছি’।

এই ঘটনা নিয়ে বর্তমানে বেশ কিছুটা চাপে রয়েছে বামেদের দল। কোনটা সত্যি, আর কোনটাই বা মিথ্যে, সর্বোপরি পার্টির ওই সম্মেলনে ঠিক হয়েছিল, তা জানার চেষ্টা চলছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর