ফের পুলিশ ও দুর্বৃত্তদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল উত্তর প্রদেশের মেরুত জেলার রোহাতা ও কিথোর এলাকা। এই এলাকায় প্রায়ই অশান্তি লেগে থাকে। আর এইদিন দুপক্ষের লড়াই চরমে ওঠে। আর লড়াইয়ের পরে একজন ইতিহাসবিদ সহ চারজন দুষ্কৃতী ধরা পড়ে।ঘটনার দিন সালাহপুরের জঙ্গলে কিছু লোক অল্টো গাড়ি ্থেকে গুলি চালাচ্ছিল।
এসপি দেহাত অবিনাশ পান্ডে জানিয়েছেন, এই ঘটনায় দুপক্ষের মধ্যে খুব অশান্তি হয়েছে। এর মধ্যে একটি ইতিহাসবিদ এবং তিনটি গোটাস্কার রয়েছে। আর এই দিন পুলিশকে ধাক্কা দিয়ে তিন আসামি পালিয়ে যায়।ইতিমধ্যেই আসামিরা পুলিশকে জানিয়েছে যে তারা পাঁচ দিন আগে আজমপুর গ্রামের বনে এইসব কাণ্ড বাধিয়েছিলো।তারপর শোয়েবকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।দু’জনের বিরুদ্ধে প্রায় ৩৫ টি মামলা রয়েছে।এইদিনের ঘটনায় গোকশুনরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালিয়ে গুলিবিদ্ধ হয় গোকাশ। তাহির পুত্র হাকিমুদ্দিন এবং মুন্নার বাসিন্দা রোহাতা গুলিবিদ্ধ হন।আর এরপরে শোয়েবের ছেলে ইকরামউদ্দিনকেও গ্রেফতার করা হয়।
দুই পক্ষের মধ্যে গুলি ছোড়াছুড়ি হোয়ার পরে দুই পক্ষের মধ্যেই অনেকে আহত হন। কারন সামনা সামনি এভাবে গুলি ছোড়া হলে দুই পক্ষই আহত হবে এটাই স্বাভাবিক। ইন্সপেক্টর কিথোর রোসান্ট ত্যাগী জানান, গ্রেফতার হওয়া আসামি হলেন শাহজাদ ওরফে বাবলুর ছেলে মুন্নার, তার বাড়ি রাধনারএ।আর এইসব ঘটনার পরে দুর্বৃত্তের বিরুদ্ধে ২০ টিরও বেশি মামলা করা হয়েছে। াসামিদের অনেকদিন ধরেই খোঁজ তল্লাশি চলছিলো, কিন্তু এভাবে হাতেনাতে ধরা পড়ে যাবে তা ভাবতে পারেনি পুলিশ।