পরীক্ষায় কোন কোন বিষয়ের উপর বিশেষ নজর দিতে হবে? শেষ মুহূর্তে জারি বিশেষ নির্দেশিকা

Published on:

Published on:

Final hours of preparation across Bengal For SSC Exam 2025

বাংলা হান্ট ডেস্কঃ হাতে মাত্র আর কয়েক ঘণ্টা। রবিবার রাজ্যজুড়ে হতে চলেছে বহু প্রতীক্ষিত স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা (SSC Exam 2025)। নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের এই পরীক্ষায় বসতে চলেছেন লক্ষাধিক চাকরিপ্রার্থী। রাজ্যের সমস্ত পরীক্ষা কেন্দ্রে শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে।

শেষ মুহূর্তে পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা | Special guidelines for SSC Exam 2026

পরীক্ষার (SSC Exam 2025) শেষ মুহূর্তে পরীক্ষার্থীদের বিশেষ কয়েকটি দিকে নজর রাখতে নির্দেশ দিয়েছে কমিশন। স্কুল সার্ভিস কমিশনের নির্দেশ অনুযায়ী বলা হয়েছে যে, পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে কেন্দ্র পৌঁছাতে হবে। সঙ্গে রাখতে হবে অ্যাডমিট কার্ড, ভোটার বা আধার কার্ডের মূল কপি এবং সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স কপি। পরীক্ষা শুরু হবে দুপুর ১২টায় এবং চলবে দেড় ঘণ্টা। এর আগে বা পরে কেউ উত্তরপত্র জমা দিতে পারবেন না।

ওএমআর শিটের ক্ষেত্রে কিছু বিশেষ নিয়মকানুনের দিকে নজর রাখতে বলেছে কমিশন

কমিশন জানিয়েছে, পরীক্ষার্থীদের বিশেষ সতর্ক থাকতে হবে ওএমআর শিট ভরার সময়। নাম ও রোল নম্বর নির্দিষ্ট নিয়মে লিখতে হবে এবং গোল দাগ দিতে হবে নির্দিষ্ট ফরম্যাটে। কালো বা নীল স্বচ্ছ পেন ব্যবহার বাধ্যতামূলক। পাশাপাশি ওএমআর শিটের নিচে স্বাক্ষর এবং অ্যাটেন্ডেন্স শিটে সই করাও জরুরি বলে জানান হয়েছে।

এর পাশাপাশি আরও বিশেষ কিছু নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের জন্য। সেই নির্দেশ অনুযায়ী বলা আছে যে, পরীক্ষার হলে কোনও ইলেকট্রনিক যন্ত্র, ক্যালকুলেটর বা স্টিকার লাগানো জলের বোতল নিয়ে প্রবেশ করা যাবে না। তবে পরীক্ষার নম্বরের ক্ষেত্রে বিশেষভাবে জানানো হয়েছে যে, এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকছে না।

এবারের নবম-দশম শ্রেণির প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় (SSC Exam 2025) বসছেন ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ প্রার্থী। ৭ সেপ্টেম্বরের পরীক্ষার জন্য গোটা রাজ্যে থাকছে ৬৩৫টি কেন্দ্র।

Final hours of preparation across Bengal For SSC Exam 2025

আরও পড়ুনঃ শ্রমশ্রীতে বাধ্যতামূলক অ্যাকাউন্ট যাচাই, ভুয়ো আবেদন রুখতে নতুন নির্দেশ নবান্নের

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে এদিনের পরীক্ষার (SSC Exam 2025) উপর। কমিশন জানাচ্ছে, যাতে কোনও বিভ্রান্তি না হয় তার জন্য আগেভাগেই পৌঁছাতে হবে পরীক্ষার্থীদের। সুষ্ঠু পরীক্ষার স্বার্থে কড়া নজরদারিও চালাবে প্রশাসন।