বাংলাহান্ট ডেস্কঃ সাজা শেষ হল ব্রাজিলের ফুটবল সুপারস্টার রোনাল্ডিনহোর। দীর্ঘ পাঁচ মাস জেলে কাটানোর পর অবশেষে মুক্তি পেলেন তিনি। গৃহবন্দী দশা কাটিয়ে নিশ্চিন্তে নিজের দেশে ফিরে গেলেন রোনাল্ডিনহো।
গত 6 ই মার্চ প্যারাগুয়ের হোটেল থেকে প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোনাল্ডিনহো এবং তার ভাইকে ভুয়ো পাসপোর্ট রাখার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। রোনাল্ডিনহোকে প্যারাগুয়ের রাজধানী শহর থেকে গ্রেফতার করে সেখানকার পুলিশ। রোনাল্ডিনহো নিজে একজন ব্রাজিলীয় নাগরিক কিন্তু তার পাসপোর্টে তার নাগরিকত্ব লেখা ছিল প্যারাগুয়ে। হোটেলে রোনাল্ডিনহোর রুমে তল্লাশি চালিয়ে পুলিশ এই সমস্ত ভুয়ো নথিপত্র বাজেয়াপ্ত করেন। তারপরই রোনাল্ডিনহো এবং তার ভাই রবের্তোকে পুলিশ গ্রেফতার করে।
রোনাল্ডিনহো গ্রেফতার হওয়ার পর জামিনের জন্য আবেদন করেছিলেন কিন্তু সেই সময় বিচারপতি তার জামিন মঞ্জুর করেন নি। তবে শর্তসাপেক্ষ 16 লক্ষ মার্কিন ডলার জরিমানা দিয়ে জামিন পান রোনাল্ডিনহো এবং তার ভাই। তবে প্যারাগুয়ের বাইরে যাওয়ার কোনো অনুমতি ছিল না তাদের। প্যারাগুয়ের মধ্যেই একটি হোটেলে ঘরবন্দী অবস্থায় থাকতে হয়েছিল তাদের দুজনকে। অবশেষে তাদের শাস্তির মেয়াদ পুরোপুরিভাবে শেষ হল এবং তারা রওনা দিলেন ব্রাজিলের উদ্দেশ্যে। দীর্ঘ পাঁচ মাস পর ঘরে ফিরতে পেরে খুশি রোনাল্ডিনহো এবং তার পরিবারও।