এই মুহূর্তে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটে অর্থাৎ সীমিত ওভারের ক্রিকেটে আস্থা রেখেছেন রিস্ট স্পিনারদের উপর। কিন্তু টেস্ট ক্রিকেটে উপমহাদেশে ভারত অধিনায়ক বিরাট কোহলির আসা ভরসা ভারতের দুই ফিঙ্গার স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার উপর। এই দুজনের বোলিং করার ধরন সম্পূর্ণ আলাদা কিন্তু টেস্ট ক্রিকেটে দুজনই দারুণ সফল। আর তাই লাল বলের ক্রিকেটে বিরাট কোহলির প্রথম পছন্দ এই স্পিন জুটি।
এই ব্যাপারে এক ক্রিকেট ভক্ত অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ এর কাছে জানতে চেয়েছেন ভারতের তুই ফিঙ্গার স্পিনার রবীন্দ্র জাদেজা এবং রবীচন্দ্রন অশ্বিন এর মধ্যে কাকে খেলা বেশি কঠিন? অর্থাৎ কোন বোলারের কাছে বেশি পরীক্ষার মধ্যে পড়তে হয় ব্যাটসম্যানদের? প্রতিত্তরে ফিঞ্চ বলেন দুজনকে খেলায় বেশ কঠিন।
ফিঞ্চ বলেন অশ্বিন বড় স্পিন করতে পারেন অর্থাৎ বল কে অনেকটা টার্ন করাতে পারেন যেকোনো পিচে। অপরদিকে আরেক স্পিনার জাদেজা ক্রমাগত চ্যালেঞ্জ জানাতে থাকে ব্যাটসম্যানকে, একের পর এক বল স্ট্যাম্পে করে তিনি নিজের দক্ষতার প্রমাণ দেন। আর তাই এই দুজনকে খেলায় চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায় যে কোন ব্যাটসম্যানের কাছে।
এই দুই স্পিনার এর মধ্যে জাদেজা টেস্টের সাথে সাথে ভারতের সীমিত ওভারের ক্রিকেটেও নিয়মিত সদস্য। অপরদিকে অশ্বিন এখন শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই সীমাবদ্ধ অর্থাৎ ভারতীয় টেস্ট দলে নিয়মিত সদস্য হলেও সীমিত ওভারের ক্রিকেটে সেইভাবে সুযোগ পান না তিনি। কিন্তু এই দুজনের বোলিং দক্ষতা বিশ্ব ক্রিকেটের কারোরই অজানা নেই। অপরদিকে অস্ট্রেলিয়া দলের সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হলেও টেস্ট দলে নেই ফিঞ্চ। এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলছে অস্ট্রেলিয়া, কিন্তু সেই দলে নেই অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।