জেনে নিন আপনার  ভাগ্যঙ্ক অনুসারে কেমন যাবে এই মাস 

বাংলাহান্ট ডেস্কঃ জ্যোতিষমতে কোনও ব্যক্তির জন্ম তারিখ অনুসারে সেই ব্যক্তির শুভ সংখ্যা গণনা করা হয়। যাকে বলা হয় রেডিক্স। , যদি কেউ 22-04-2016 এ জন্মগ্রহণ করে তবে এই সমস্ত সংখ্যার যোগফলকে ভাগ্যঙ্ক বলা হয়। 2 + 2 + 0 + 4 + 1 + 9 + 9 + 6 = 33 = 6 অর্থাৎ আপনার ভাগ্যসংখ্যা 6। জেনে নিন আপনার  ভাগ্যঙ্ক অনুসারে কেমন যাবে এই মাস

1909168 069d

ভাগ্যঙ্কঃ ১

অর্থনৈতিক ক্ষেত্রে সুবিধা পাবেন। ব্যবসায়ের জন্য সময় অনুকূল। আপনার অনেকদিনের শখ পূরণ হবে। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে এই সময় অনুকূল হবে। স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন, তার শরীর খারাপ হতে পারে।  যারা বিয়ে করতে ইচ্ছুক তাদের কিছুটা অপেক্ষা করতে হবে।
শুভ সংখ্যা – 11
শুভ রং – নীল

ভাগ্যঙ্কঃ ২

আপনার জমে থাকা মূলধন ব্যয়ের ক্ষেত্রে সাবধান হোন।  বস অফিসে আপনার ওপর খুশী হবে। পদোন্নতি হতে পারে তবে কিছু সিনিয়র অফিসারের ঈর্ষার কারন হতে পারেন।
শুভ সংখ্যা -15
শুভ রঙ – কালো

ভাগ্যঙ্কঃ ৩

কাজের আধিক্যের কারণে আপনি বিচলিত হবেন। সদ্য বিবাহিত দম্পতি যাঁরা সন্তান ধারণ করতে চান  তাদের জন্য় সময় শুভ। সংবাদ মাধ্যমের লোকেরা সুসংবাদ পেতে পারেন।
শুভ সংখ্যা – 6
শুভ রং – ফিরৌজি

ভাগ্যঙ্কঃ ৪

ব্যবসায়  কোনও সুসংবাদ পেতে পারে। সাহিত্য ও সংগীতের প্রতি আগ্রহ বাড়তে পারে। সরকারী বিভাগে কর্মরতদের পদোন্নতি হতে পারে।
শুভ সংখ্যা – 3
শুভ রং – বাদামী

ভাগ্যঙ্কঃ ৫

অর্থনৈতিক ঝামেলায় বাড়ির পরিবেশ নষ্ট হতে পারে। বিদেশ ভ্রমণে জটিলতা দেখা দিতে পারে। নতুন কাজের ক্ষেত্রে সময় শুভ।
শুভ সংখ্যা -10
শুভ রঙ – কমলা

 

সম্পর্কিত খবর