বাংকাহান্ট ডেস্কঃ কোথাও সংঘর্ষ, কোথাও পতাকা-ব্যানার ছেঁড়া। ভোটের আগেই বিগত কয়েক দিনে বার বার উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা। এবার ওই জেলার কুলতলিতে (Kultoli) হদিস মিলল অস্ত্র কারখানার (Arms Factory)। উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্র। যা নিয়ে ভোটের প্রাক্কালে এলাকাজুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য।
এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আসমত মন্ডল ওরফে কাকা। ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও কুলতলি থানার পুলিশ। মোট পাঁচটি বন্দুক ও প্রচুর পরিমানে বন্দুক তৈরির সরঞ্জাম উদ্ধার হয় সেখান থেকে।
প্রথম দফা ভোটের (1st Phase West Bengal Assembly Election) কয়েকদিন আগেই ওই কুলতলির নলগোড়া এলাকায় যুব তৃণমূল নেতার উপর হামলার অভিযোগ উঠেছিল বাম নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে পাল্টা অভিযোগও করা হয়েছিল বামেদের তরফে, তাদের অভিযোগ ছিল সিপিএম নেতার উপর বোমা মেরেছে তৃণমূল।
ছবিঃ প্রতিকী
সব মিলিয়ে ভোটের প্রাক্কালে বারবারই উঠে আসা এই কুলতলিতে হামলার খবর ও এবার ওই এলাকায় অস্ত্র কারখানার হদিস মেলা থেকে ভোটের দিন অশান্তি তৈরির পরিকল্পনা বলে জানাচ্ছেন অনেকেই।