বাংলাহান্ট ডেস্ক : বাংলার মাটির নিচে কি খনিজ তেলের ভান্ডারের সন্ধান পাওয়া গেল? ইতিমধ্যেই বঙ্গবাসীর মনে এই প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে কারণ অশোকনগরের পর এবার এই তালিকায় নাম উঠে আসছে বনগাঁর। সম্প্রতি ওএনজিসি’র পক্ষ থেকে খনিজ তেলের সন্ধানের সমীক্ষার কাজ শুরু করা হলো। তৃণমূল ও বিজেপি দুই পক্ষই পঞ্চায়েত ভোটের আগে সব ধরনের মনোমালিন্য ভুলে গিয়ে স্বাগত জানিয়েছে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে।
বনগাঁর কালুপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেত্রী ও পঞ্চায়েত প্রধান মুক্তি সরকার জানিয়েছেন, খুবই আনন্দের খবর আমাদের এলাকায় খনন কার্য শুরু হয়েছে। যদি এখানে খনিজ তেলের সন্ধান পাওয়া যায় তাহলে কালুপুর সহ বনগাঁ এলাকার আরো উন্নতি হবে। অন্যদিকে, বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল জানিয়েছেন, এই এলাকায় যদি খনিজ তেল পাওয়া যায় তাহলে এলাকার উন্নতি হবে। কর্মসংস্থান তৈরি হবে।
উত্তর ২৪ পরগনার মাটির নিচে কি রয়েছে বিশাল খনিজ তেলের ভান্ডার? সেই সন্ধানে মঙ্গলবার থেকে অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন বা ওএনজিসি শুরু করেছে মাটি খোঁড়ার কাজ। ওএনজিসির পক্ষ থেকে জানানো হয়েছে গাইঘাটা, বনগাঁ সহ উত্তর ২৪ পরগনার বিস্তৃত অঞ্চলে এই ধরনের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার নৈহাটি-হাবরা রাজ্য সড়কের পার্শ্ববর্তী জায়গা অশোকনগরে ওএনজিসি’র পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের প্লান্ট তৈরির। তবে, পঞ্চায়েত ভোটের আগে শাসক ও বিরোধী দলের মধ্যে একাধিক ইস্যু নিয়ে রাজনীতির দড়ি টানাটানি চললেও এক্ষেত্রে উন্নয়ন-ইস্যুতে একসুরে গাইছে তৃণমূল ও বিজেপি।