শিয়ালদা লাইনে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে ছাই বস্তি! বন্ধ ট্রেন চলাচল

বাংলাহান্ট ডেস্ক : উৎসবের আমেজ কাটতে না কাটতেই শহর কলকাতায় ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। আর এই প্রাণঘাতী অগ্নিকাণ্ডের জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। স্থানীয় সূত্রে খবর, দুপুর ১টার আশেপাশে একটি বিকট শব্দ পাওয়া যায়। তারপরেই নজরে আসে আগুন। একের পর এক ঝুপড়িতে আগুন ধরে যায়।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ১টা ১০ নাগাদ আগুন লাগে ঢাকুরিয়া ও যাদবপুরের মাঝের রেললাইন সংলগ্ন বস্তিতে। দেড়টা নাগাদ দমকল পৌঁছয়। তিনি আরও জানান, আগুন লাগার ফলে লাইনের উপর দাঁড়িয়ে রয়েছে মানুষজন। যার জন্যই বাধ্য হয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আগুন লাগানোর ঘটনায় সমব্যথী রেল। সূত্রের খবর, স্থানীয়রাই প্রথমেই আগুন নেভানোর কাজ শুরু করে।

আরোও পড়ুন : বোরখা ছেড়ে বিকিনি! বিশ্বসুন্দরীর মঞ্চে এই প্রথম মুসলিম দেশের প্রতিনিধি

দমকল দেরিতে পৌঁছেছে বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। ইতিমধ্যেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। তবে আগুনে পুড়ে গিয়েছে বস্তিবাসীদের অনেক মূল্যবান সামগ্রী। অনেক বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বস্তিবাসীরা। বছরের প্রত্যেকটা দিন বিশেষত কাজের দিনগুলিতে এই শাখায় বহু মানুষের যাতায়াত লেগেই থাকে।

img 20240327 150227

সেক্ষেত্রে ভর দুপুরে এই ঘটনায় গন্তব্যে পৌঁছনোর পথে সমস্যায় পড়েন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য, ঢাকুরিয়া স্টেশন থেকে হাঁটা পথে পাঁচ মিনিট বাবুবাগান ঝুপড়ি বলে পরিচিত ওই এলাকা। যে ঝুপড়িগুলি পুড়ে গিয়েছে সেগুলি ছিল খানিকটা দোতলা বাড়ির মতোই। তার নিচের অংশে একটি পরিবার। উপরের অংশে আরেকটি পরিবার। এই ঘটনার জেরে ঘরছাড়া হয়েছে বহু মানুষ।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর