দমদমের ছাতাকলে অগ্নিকাণ্ড! পুড়ে ছাই ঝুপড়ি, বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল এলাকা

বাংলাহান্ট ডেস্ক : এবার আগুন লেগে গেল দমদমের ছাতাকলের ঝুপড়িতে। দমদমের সুধীর শূর কলেজের পিছনের একটি বস্তিতে আগুন লেগে গেল শনিবার দুপুরে। শোনা যাচ্ছে একের পর এক বিস্ফোরণের শব্দ। হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটল দমদমের ছাতাকল এলাকার একটি বস্তিতে। গোটা এলাকা ছেয়ে গেছে কালো ধোঁয়ায়।

বহুদূর থেকেই কানে আসছে বিস্ফোরণের শব্দ। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছেছে।আগুন লাগার ঘটনা ঘটতেই স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন আগুন নেভাতে। বস্তির পাশে যে খাল ছিল সেখান থেকেই জল তুলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। এখনো পর্যন্ত দমফলের ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে বলে খবর।

আরোও পড়ুন : নিত্যযাত্রীদের জন্য সুখবর! এবার শিয়ালদা টয়লেটে গেলে আর লাগবে না খুচরো, রেল আনছে এই সুবিধা

যথেষ্ট ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজে যথেষ্ট সমস্যা হচ্ছে দমকল কর্মীদের। আগুনের গ্রাসে ইতিমধ্যেই ভস্মীভূত  হয়ে গেছে একাধিক বস্তি। জানা যাচ্ছে এই ঝুপড়ি থেকে আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছে আশেপাশের এলাকাতেও। খবর পাওয়ার পর ইতিমধ্যেই পুলিশের বিশাল বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে।

আরোও পড়ুন : ৬ মাস টাকা তুলতে পারবেন না গ্রাহকরা! এই ব্যাংক এবার পড়ল RBI’র শাস্তির মুখে

আগুন নেভানোর কাজে দমকল বাহিনীর সাথে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। তবে এখনো পর্যন্ত পরিষ্কার নয় কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। স্থানীয়দের একাংশের দাবি, এই ঘটনা ঘটেছে সিলিন্ডার ফেটে। হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি জানাচ্ছেন, ‘‘আমি খবর পেয়েছি। এখনই যাচ্ছি ওই এলাকায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। আগুন নেভানোর কাজ করতে আমাদের রোবট আছে। সেই রোবট কাজে লাগানো হবে।’’

1712992387 fire 2

দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী পৌঁছেছেন ঘটনাস্থলে। তিনি জানান,  ‘‘কী ভাবে আগুন লাগল, তা অবশ্যই তদন্ত করে দেখতে হবে। তবে এখন আগুন নিয়ন্ত্রণে আনাই প্রথম কাজ। সকলকে বলব হাতে হাত লাগিয়ে আগুন নেভানোর কাজ করতে। মানুষের সুরক্ষাই এখন সবচেয়ে চিন্তার বিষয়।’’

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর