বাংলাহান্ট ডেস্ক : দাউ দাউ করে জ্বলে উঠল শবরদের অস্থায়ী ঝুপড়ি আর সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরেই প্রাণ গেল দুই শবর শিশুকন্যার। বুধবার বাঁকুড়ার ইন্দাস থানার অন্তর্গত নাররা গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে। এই দুই শিশু কন্যার মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ার পাশাপাশি গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। চারিদিকে শুধুই যেন হাহাকার।
ধনঞ্জয় শবর নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী, পাঁচ বছরের এক শিশুপুত্র এবং দুই শিশুকন্যাকে নিয়ে আসেন নাররা গ্রামে মাঠে ধান কাটার কাজ করতে এসেছিলেন। আরোও পাঁচটি পরিবারকে সঙ্গে নিয়েই ধনঞ্জয় শবর ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার মাকড়ভোলা গ্রাম থেকে রওনা দিয়েছিলেন বলেই জানা গিয়েছে। এই পাঁচটি পরিবার মাঠের ধারে ছাউনি দিয়ে একটি ঝুপড়ি তৈরি করে বসবাস করতে থাকেন।
ধনঞ্জয় শবর ও তাঁর স্ত্রী অন্যান্য দিনের মতো বাচ্চাদের খাওয়ানো শেষ করে ঘুম পাড়িয়ে কাজের জন্য বাইরে বেরিয়ে পড়েন। এরপর বুধবার সকাল দশটা নাগাদ গ্রামবাসীরা দেখতে পান ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা চোখে পড়তেই তৎপরতার সাথে শুরু হয় আগুন নেভানোর কাজ। কিন্তু ঘরের ভিতরে থাকা দুই শিশু কন্যা ততক্ষণে আগুনের তাপে ঝলসে গিয়েছে। জানা গিয়েছে, এই দুই শিশু কন্যার নাম পূর্ণিমা শবর ও সুস্মিতা শবর।
ইন্দাস থানার পুলিশ এবং বিষ্ণুপুর এসডিপিও কুতুবুদ্দিন খান খবর পেয়ে পৌঁছান ঘটনাস্থলে। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। কিন্তু কিভাবে এই ঘরে আগুন লাগল সেই বিষয়ে কিছু জানা যায়নি। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।