বছরের প্রথম দিনেই আগুন ‘মিঠাই’এর ফ্লোরে! কেমন আছেন অভিনেতা অভিনেত্রীরা?

বাংলাহান্ট ডেস্ক: বাংলা নতুন বছরের প্রথম দিনটা অশুভ ভাবে শুরু হল টেলিপাড়ার। নামী স্টুডিও ভারতলক্ষ্মীতে (Bharatlakshmi Studio) এদিন হঠাৎ করেই ঘটে যায় আগুন লাগার মতো দুর্ঘটনা। ‘মিঠাই’ (Mithai) এর ফ্লোরের ঠিক সামনেই জ্বলতে থাকে লেলিহান শিখা। একটুর জন্য রক্ষা পায় সমগ্র স্টুডিও তথা কলাকুশলীরা।

বহু নামী সিরিয়ালের শুটিং হয় ভারতলক্ষ্মী স্টুডিওতে। তার মধ্যে অন্যতম জি বাংলার মিঠাই এবং রাঙা বউ। প্রিন্স আনোয়ার শাহ রোডে নবীনা সিনেমা হলের ঠিক পাশেই এই ভারতলক্ষ্মী স্টুডিও। আগামীকাল স্টুডিও তথা শুটিং বন্ধ থাকবে বলে শনিবার একটু রাত পর্যন্তই শুটিং চলছিল বলে খবর। হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা স্টুডিওতে।

mithai end

জানা যাচ্ছে, স্টুডিওর পার্কিং এলাকার পাশে গোডাউনে শর্ট সার্কিট থেকে ধরে যায় আগুন। খুব কম সময়েই তা ছড়িয়ে পড়ে স্টুডিওর একাংশে। মিঠাইয়ের ফ্লোরের ঠিক সামনেই ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। তবে সৌভাগ্যবশত, বাংলা নতুন বছর হওয়ার দরুন স্টুডিও অন্যদিনের তুলনায় ফাঁকা ছিল। উপরন্তু আগুন লাগার পরপরই খোঁজ পেয়ে হাজির হয়ে যায় দমকল। দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি।

আগুন লাগার ঘটনার সময়ে রাঙা বউ এর ফ্লোরে চলছিল শুটিং। অভিনেত্রী শ্রুতি দাস সংবাদ মাধ্যমকে জানান, আরেকটু দেরি হলে গোটা স্টুডিও আগুনের গ্রাসে চলে যেতে পারত। পথ পশুদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা বাইরে বেরিয়েছিলেন বলে জানান শ্রুতি। তবে কারোর আহত হওয়ার কোনো খবর মেলেনি সৌভাগ্যক্রমে।

প্রসঙ্গত, মিঠাই সিরিয়ালটি জি বাংলায় চলছে বিগত দু বছর ধরে। এখনো মন্দ টিআরপি তোলে না এই মেগা। তবে খুব শীঘ্রই সিরিয়ালটি শেষ করে দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে খবর। তার জায়গা নেবে ফুলকি। অন্যদিকে জি এর নতুন শুরু হওয়া সিরিয়ালগুলির মধ্যে অন্যতম রাঙা বউ। এই সিরিয়ালটিও থাকে সেরা দশের মধ্যেই।

Niranjana Nag

সম্পর্কিত খবর