বাংলাহান্ট ডেস্কঃ কলকাতা মেডিক্যাল কলেজে (Kolkata Medical College) অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাসপাতাল চত্বরে। বুধবার ভোর পাঁচটা নাগাদ মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের পাঁচতলায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে দমকলের ৪টি ইঞ্জিন ও বউবাজার থানার পুলিশ উপস্থিত হয়। জানা গিয়েছে, হাসপাতালের ওই বিল্ডিংয়ে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছিল। কিন্তু কিভাবে আগুন লাগল, তা এখনও সঠিকভাবে জানা যায়নি। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
হাসপাতালে আগুন লাগার খবরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে। দ্রুতই রোগীদের সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। গোটা বিল্ডিং-এ ৩০ জন রোগী থাকলেও ওই ওয়ার্ডে ছিলেন ১০ জন। সকলকেই দ্রুতই সেখান থেকে বের করে আনা হয়। তবে তাড়াহুড়ো করতে গিয়ে রোগীরা যাতে কোনরকম সমস্যায় না পড়ে, সেদিকেও খেয়াল রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। যার ফলে রোগীদের বের করতে কোন সমস্যার সম্মুখীন হতে হয়নি।
তবে জানা গিয়েছে, একটি প্লাগ পয়েন্টে আগুনের ফুলকি দেখতে পেয়েছিলেন হাসপাতাল কর্মীরা। তারপরই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে তাঁরা আগুন চেষ্টা করেন। তবে পরবর্তীতে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছিয়ে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় এখনও অবধি কোন হতাহতের খবর পাওয়া যায়নি। রোগীদের সঠিক সময়ে সুস্থভাবেই সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগুন লাগার খবরে যে আতঙ্ক ছড়িয়েছিল, আগুন নেভার পরও সেই আতঙ্ক কিছুটা গ্রাস করে রেখেছে রোগী এবং তাদের পরিবারের সদস্যদের।