বাংলা হান্ট ডেস্কঃ সময়টা একেবারেই ভালো যাচ্ছে। চারদিকে ঘটে চলেছে একের পর এক অঘটন। বিশেষ করে বিগত কয়েকদিন ধরেই একের পর এক দুর্ঘটনার স্বীকার হচ্ছেন রাজ্যের শিশুরা। দিন দুয়েক আগেই কলকাতার সল্টলেকে দুই বাসের রেষারেষিতে মৃত্যু হয়েছে স্কুল পড়ুয়া এক শিশুর। আর এবার পানাগড়ে (Panagar) খেলতে খেলতেই আচমকা আগুনে ঝলসে গেল ৪ শিশু।
গাড়ির মধ্যেই আগুন পানাগড়ে (Panagar) ঝলসে গেল ৪ শিশু
মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের পানাগড়ে (Panagar)। বুধবার দুপুরের দিকে পানাগরের (Panagar) কাঁকসার রাইস মিল রোডের ধারে রাখা একটি পরিত্যক্ত গাড়ির কেবিনের মধ্যে আপন মনে খেলা করছিল এক শিশু কন্যা সহ তিন নাবালক। আসলে বর্ধমানের পানাগরের পুরনো গাড়ির যন্ত্রাংশের অনেক বাজার রয়েছে। তাই ওই এলাকায় এমন অনেক পুরনো গাড়ি রাখা থাকে।
এলাকার অনেক বাচ্চারাই ওই সমস্ত গাড়ির মধ্যে ঢুকে খেলা করে। এদিনও ওই চার শিশু গাড়ির কাবিনের মধ্যে বসে খেলা করছিল। একসময় হঠাৎ করেই গাড়ির থেকে ধোঁয়া বের হতে শুরু করে। আর তারপরেই আগুন লেগে যায় গাড়িতে। ততক্ষণে গাড়ির মধ্যেই আটকে পড়ে তারা। গাড়ির মধ্যেই ভয় পেয়ে কান্নাকাটি করতে থাকে শিশুরা।
তখন তাদের আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই কোনো রকমে গাড়ি থেকে ওই শিশুদের টেনে বের করেন। এদিন ওই চার শিশুর মধ্যে দুজন অগ্নিদগ্ধ অবস্থাতেই কোন রকমে গাড়ি বেরোতে পারলেও বাকি দুজন গাড়ির মধ্যেই থেকে গিয়েছিল। স্থানীয়রা তাদের উদ্ধার করে পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
আরও পড়ুন: রেয়াত নয়! রাজ্যে আসছে ‘জবরদস্ত’ আইন! এবার বিরাট সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার
কিন্তু তাদের মধ্যে দুজনের অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করে। আশঙ্কাজনক অবস্থায় তাদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া বাকি দুজনকেও গুরুতর অবস্থায় দুর্গাপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকার বাচ্চারা মাঝেমধ্যেই ওই সমস্ত পরিত্যক্ত গাড়ির মধ্যে গিয়ে খেলা করে। এদিন ওই শিশুদের মধ্যেই একজন নাকি জ্বলন্ত প্রদীপ নিয়েই নাকি গাড়ির মধ্যে ঢুকে পড়েছিল। সম্ভবত সেই প্রদীপের শিখা থেকেই গাড়িতে আগুন লেগে গিয়েছে। যদিও এই বিষয়টি প্রথমে কারও নজরে আসেনি।
শিশুদের চিৎকার শুনেই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসেছিলেন। পরে তারা দেখেন গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। জানা যাচ্ছে, এই দিনের ঘটনায় গাড়ির মধ্যে থাকা চার শিশুরই বয়স সাতের কম। তবে ওই গাড়ির ভিতরে কোন বিস্ফোরক ছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে ফরেনসিক টিম।