দাউ দাউ করে জ্বলছে ডানলপের বহুতল আবাসন! আটকে শিশুসহ একাধিক আবাসিক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আজ সকালে ডানলপে একটি বেসরকারি ব্যাংকের শাখার ওপরের তলায় আগুন লাগে এবং সেই আগুন ছড়িয়ে পড়ে একটি বহুতল আবাসনে। স্থানীয় বাসিন্দাদের মতে আবাসিকদের মধ্যে কেউ আটকেও থাকতে পারেন ওই বহুতলে। আপাতত তিনটি দমকল ইঞ্জিন সেই স্থানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবী তাঁরা আজ সকালেই ওই আবাসিকে বেশ জোরে কিছু ফাটার শব্দ পান, হতে পারে আবাসনটিতে কোনো কিছু বিস্ফোরিত হয়েছে। এরপর বেশ দ্রুততার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকল কর্মীরা তাঁদের ল্যাডার বা সিঁড়ি ব্যবহার করে তিনজনের প্রাণ বাঁচাতে পেরেছেন, তবে একজন এখনো আটকে। তাঁকে উদ্ধার করার জোরদার চেষ্টা চলছে। আরও কেউ হয়তো আটকে থাকতে পারেন, তার জন্যই এতো চেষ্টা। এই ঘটনা জুড়ে গোটা অঞ্চলে বিশাল উত্তেজনার সৃষ্টি হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, আবাসনের একটি ফ্ল্যাটে একটি প্রদীপ জ্বলছিল। সেই প্রদীপের আগুন থেকেই হয়তো আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। একটি সামান্য প্রদীপ থেকে যদি এতো বিশাল বিস্ফোরণ হতে পারে, তাহলে মানুষের দরকার আরও অনেক বেশী সাবধান হওয়া। হতে পারে সেই প্রদীপটির পাশে কোনো দাহ্য পদার্থ ছিল, তাই আরও সহজেই এই আগুন গোটা আবাসন জুড়ে ছড়িয়ে পড়ে।

Dunlop Fire

আপাতত জানা যাচ্ছে যে, দমকল কর্মীরা আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এনে ফেলেছেন। কোনো ক্ষয় ক্ষতির খবর নেই। তবুও এতো বড়ো অগ্নিকাণ্ডের পিছনে কী কারণ থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে, ভয়াবহ এই পরিস্থিতির খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে নেমে এসেছে আতঙ্কের ছায়া।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X