বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর (RG Kar) মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের বাবাকে এবার বেলাগাম আক্রমণ করে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হকিম (Firhad Hakim)। বললেন আরজি করের নির্যাতিতার পরিবারের দয়ায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে নেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে কলকাতার শিয়ালদা আদালত।
আরজি কর (RG Kar) কাণ্ডে নির্যাতিতার বাবার ওপর ফুঁসে উঠলেন ফিরহাদ!
আদালতের এই রায় ঘোষণার পরের দিন মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলেছিলেন নির্যাতিতার বাবা। আরজি কর (RG Kar) হাসপাতালের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেছিলেন তিনি। এবার তাঁকেই পাল্টা আক্রমণে বিঁধলেন ফিরহাদ।
মন্ত্রীর দাবি চিকিৎসকের,বাবা অন্য কারও পাল্লায় পড়েছেন। রাজনীতি করানো হচ্ছে তাঁকে দিয়ে। তাঁকে দিয়ে যা বলানো হবে তিনি যদি সেটাই বলে দেন তাহলে আরজি করের (RG Kar) নির্যাতিতা পরিবারের উপর থেকে সাধারণ মানুষের সহানুভূতি উঠে যাবে বলে সতর্ক করেছেন ফিরহাদ।
হুশিয়ারি দিয়ে রাজ্যের মন্ত্রী এদিন বলেছেন, ‘তাঁদের উপর সহানুভূতি আছে বলে এই নয় তিনি নিজে এক্তিয়ার ভুলে যাবেন’। মন্ত্রীর কথায়, ‘অত্যন্ত সহানুভূতি আছে ওঁনার প্রতি। কিন্তু তাই বলে এমন কিছু বলা উচিত নয়, যেটা ওনার এক্তিয়ারের মধ্যে পড়ে না। এখনও যাঁদের পাল্লায় পড়েছেন ওঁনারা তাঁকে নিয়ে পলিটিক্স করছেন। এটা ঠিক নয়। ওনার দয়ায় কিংবা বামপন্থী দলগুলির দয়ায় মুখ্যমন্ত্রী ওই পদে বসে নেই। উনি মুখ্যমন্ত্রীর পদে বসেছেন নিজের ক্ষমতায়।’
আরও পড়ুন: ‘আপনাদের জন্যই আপনাদের মেয়ের ধর্ষক…’ তিলোত্তমার বাবা-মাকে বেলাগাম আক্রমণ কুণালের
মমতার হয়ে সওয়াল করে ফিরহাদ এদিন আরও বলেছেন , ‘উনি ওই চেয়ারে বসে আছেন, কারণ বাংলার মানুষ চেয়েছেন। কারও দয়ায় বসে নেই। বাংলার মানুষের সমর্থন নিয়ে ওই চেয়ারে বসে আছেন। চিকিৎসকের বাবাকে আবার বলব আপনি আপনার এক্তিয়ারের মধ্যে থাকুন।’ একইসাথে এদিন ফিরহাদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘নিশ্চিতভাবে ন্যায়বিচার চান। সিবিআই যেভাবে তদন্ত করেছে, তাতে আমিও দুঃখিত। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলানো হবে, সেটাই বলবেন। এরফলে আপনার উপরে মানুষের যে সহানুভূতি আছে, সেটা নষ্ট হয়ে যাবে।’
কিছুদিন আগে নির্যাতিতার বাবা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছিলেন। আর শনিবার তিনি জানান, মমতার মুখ্যমন্ত্রী পদে থাকার যোগ্যতা নেই। এমনকি তাঁর মেয়ের মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীকেই দায়ি করেছিলেন। এছাড়া মেয়ের ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায়বিচার না মেলার জন্য মুখ্যমন্ত্রীকেই পুরোপুরি দায়ি করেছিলেন তিনি।