বাংলা হান্ট ডেস্কঃ বাংলার বুকে একাধিক দুর্নীতি ইস্যুতে একদিকে যখন সিবিআই (CBI) এবং ইডির (ED) তৎপরতা তুঙ্গে, সেই মুহূর্তে আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে চলেছেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতারা। এদিন গার্ডেনরিচে (Garden Reach) এক ব্যবসায়ীর বাড়িতে কোটি কোটি নগদ অর্থ উদ্ধার হওয়ার ঘটনায় অবশেষে মুখ খুললেন কলকাতার মেয়র তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর দাবি, “বাংলার অর্থনীতিকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়ে চলেছে।”
সাম্প্রতিক সময়ে একাধিক দুর্নীতি মামলায় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি নগদ অর্থ উদ্ধার করা হয়ে চলেছে। সম্প্রতি, এসএসসি দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০ কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না উদ্ধার করে ইডি।
সেই ধারা বজায় রেখে এদিন কলকাতার তিন প্রান্তে তল্লাশি চালায় তদন্তকারী অফিসাররা। এর মাঝেই গার্ডেনরিচে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ইতিমধ্যে ১৫ কোটির বেশি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না উদ্ধার করা হয়েছে, যা ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে।
প্রসঙ্গত, এদিন সকাল হতেই গার্ডেনরিচের পাশাপাশি পাক স্ট্রিট এবং নিউ টাউন এলাকায় তল্লাশি অভিযানে বের হয় ইডির দিন প্রতিনিধি দল। পরবর্তীতে গার্ডেনরিচ এলাকায় নিসার খান নামে এক ব্যবসায়ীর বাড়িতে কোটি কোটি নগদ অর্থ উদ্ধার করে তারা। এখনো পর্যন্ত ওই ব্যবসায়ীর খাটের তলা এবং অন্যান্য একাধিক প্রান্ত হতে ৫০০, ২০০০ এবং ২০০ টাকার নোটের বান্ডিললসহ ১৫ কোটির বেশি নগদ অর্থ উদ্ধার করেছে তদন্তকারী সংস্থা।
তবে এর মাঝেই ইডির তল্লাশি প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “বর্তমানে কলকাতায় বিভিন্ন প্রান্তে ইডি হানা দিয়ে চলেছে। এর পিছনে সম্ভবত দুটি কারণ রয়েছে। একটি হলো, তৃণমূল কংগ্রেসকে ভয় পাওয়ানো। আমরা যাতে বিজেপির বিরুদ্ধে লড়াই না করি, সেই জন্য আমাদের ভয় দেখানো হয়ে চলেছে। অপর একটি কারণ হতে পারে, ব্যবসায়ীদের ভয় পাওয়ানো; যাতে বাংলায় তারা ব্যবসা না করতে পারে। আসলে সবটাই বাংলার অর্থনীতিকে ভেঙে দেওয়ার জন্য করা হয়ে চলেছে।”