‘বাংলা বাধ্যতামূলক’, দোকানে দোকানে গেল নির্দেশিকা, কড়া বার্তা ফিরহাদের

Published on:

Published on:

Firhad Hakim Defends Bengali Signboards Amid Language Row in Kolkata

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা জুড়ে এখন হিন্দি, অসমীয়া-সহ নানা ভাষার হোর্ডিং, ব্যানার আর দোকানের সাইনবোর্ড চোখে পড়ে। কিন্তু এবার সেই ছবি বদলাতে চাইছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) সাফ জানিয়ে দিলেন, শহরে যে কোনও ভাষা ব্যবহার করা যেতেই পারে, কিন্তু বাংলা ভাষা বাধ্যতামূলক। অর্থাৎ সাইনবোর্ড বা হোর্ডিং যেই ভাষায়ই হোক না কেন, তার সঙ্গে বাংলায় লেখা থাকতেই হবে।

‘টক টু মেয়র’ অনুষ্ঠানে সজাসাপটা জবাব ফিরহাদ হাকিমের (Firhad Hakim)

শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এক বাসিন্দা শহরের ভাষা নিয়েই প্রশ্ন তোলেন। তার উত্তরে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, ‘‘যে কোনও ভাষা থাকতে পারে, কিন্তু বাংলা মাস্ট।’’ তিনি আরও জানান, এই নির্দেশ নতুন নয়। এর আগেও কলকাতা পুরসভা সমস্ত দোকান, হোটেল বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামের পাশে বাংলায় লেখার নির্দেশ জারি করেছিল। সেই নির্দেশে স্পষ্ট বলা হয়েছিল, ২১ ফেব্রুয়ারির মধ্যে সাইনবোর্ডে বাংলা লেখা না থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ রোহিঙ্গা ও বাংলাদেশিদের রক্ষা করছেন মুখ্যমন্ত্রী! SIR বিতর্কে মমতাকে তোপ শুভেন্দুর

ভোটের আগে হাতিয়ার ‘বাংলা ভাষা’

এদিকে ছাব্বিশের ভোট যত এগোচ্ছে, ততই রাজ্য রাজনীতিতে জেগে উঠছে বাঙালি পরিচয়ের প্রশ্ন। শহিদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন। আর এখন মেয়র ফিরহাদ হাকিমও (Firhad Hakim) শহরে বাংলা ভাষার প্রাধান্য বজায় রাখার কথা বললেন স্পষ্ট করে।

Firhad Hakim Defends Bengali Signboards Amid Language Row in Kolkata

আরও পড়ুনঃ রোহিঙ্গা ও বাংলাদেশিদের রক্ষা করছেন মুখ্যমন্ত্রী! SIR বিতর্কে মমতাকে তোপ শুভেন্দুর

তবে অনেকেই মনে করছেন, এই পদক্ষেপ রাজনৈতিক বার্তা দেওয়ার জন্যও হতে পারে। কারণ শহরে একের পর এক হিন্দি বা অন্য ভাষার হোর্ডিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করছেন অনেক বাঙালি। সেই আবহেই পুরসভার এই কড়া মনোভাব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে একাংশ।