‘শুভেন্দু-শোভনকে মিস করি’, নস্টালজিয়ায় ভেসে সবাইকে ঘরে ফেরার ডাক মেয়রের?

বাংলাহান্ট ডেস্ক : ‘আজও মিস করি শোভন-শুভেন্দুকে’, শীতের রাতে একরাশ নস্টালজিয়া ধরা পড়ল মেয়র ফিরহাদ হাকিমের গলায়। পুরোনো বন্ধুত্বের ছবি আজও  অক্ষয় তাঁর স্মৃতিকে। শনিবার রাতে সংবাদ মাধ্যমের সামনে মেয়রের গলায় উঠে এল সেই গোপন আবেগই।একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে ভরসা রেখে তৃণমূল ছেড়েছিলেন একাধিক তাবড় নেতা। সেই তালিকায় ছিল শুভেন্দু অধিকারী, মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত নামও। পরে বিজেপির ভরা ডুবির পর অবশ্য ‘ঘরে’ ফিরেছেন অনেকেই। কিন্তু ফেরা হয়নি শুভেন্দু-শোভনের মতন কয়েক জনের।

জীবনের বৈশাখী ঝড়ে বহু আগেই দল ছাড়েন শোভন। শুধু দলই নয়, বিশেষ বান্ধবীর জন্য পদ, পরিবার, সন্তান, সম্মান সবই ছেড়েছিলেন মমতার আদরের কানন। মাঝে একই সঙ্গে বিজেপিতে যোগ দেন শোভন বৈশাখী। কিন্তু টিকতে পারেননি সেখানেও। এবার ফিরহাদ হাকিমের গলার ধরা পড়ল সেই শোভনের ‘বিরহ’। তিনি বলেন, ‘ও যে এভাবে চলে যাবে কখনও ভাবিনি। বহু পুরোনো বন্ধু আমরা। শোভনকে মিস করি আজও’।

sovan mamata 1567245267

শোভন চট্টোপাধ্যায়কে দলে ফেরাতে বহু চেষ্টাই করেছিলেন ফিরহাদ হাকিম। দল ছাড়ার পর একবার ভাইফোঁটা নিতে মমতার বাড়িতেও আসেন শোভন, কিন্তু তাও ফিরতে পারেননি ঘরে। এই ব্যাপারে মেয়রের দাবি, ‘ ব্যক্তিগত ভাবে মনে করি যখন জাহাজ মাঝ সমুদ্রে ডুবতে থাকে তখন ইঁদুরেরা লাফ দিতে শুরু করে। কিন্তু ইঁদুররা গিয়ে পড়ে একেবারে সমুদ্রে। যেখানে মৃত্যু নিশ্চিত’। তিনি আরও বলেন, ‘দল বদলে খুব বেশি সম্মান থাকে না। একটা দলে সারাজীবন থাকলে যে সম্মান পাওয়া যায়, পালিয়ে গেলে সেটা আর কিছুতেই থাকে না।’

শুভেন্দু প্রসঙ্গেও খানিক আক্ষেপ ঝরতে দেখা যায় তাঁর গলায়। আর কি কখনও দলে ফিরবেন শুভেন্দু? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ও কেন দল ছেড়ে গেল তা নিয়ে আমার নিজেরও প্রশ্ন আছে। আমার নিজের কাছেও উত্তর নেই তার। কী পেল গিয়ে? গান্ধিবাদ ছেড়ে গডসেবাদ করা যায় না। মানুষের কাছে বিশ্বাস যোগ্যতাই নষ্ট হয় শুধু’।

ভোটের পর দলে ফিরেছেন মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত বহু ঘর ছাড়া তৃণমূল নেতা। তবে এবার মেয়রের এই বক্তব্য কি বাকিদেরও ঘরে ফিরিয়ে নেওয়ার আমন্ত্রণ? সেই প্রেক্ষিতেই কি তিনি বললেন, ‘যাঁরা সেই প্রথমদিন থেকে মমতাদির সঙ্গে পথচলা শুরু করেছিলাম, তাঁরা একসঙ্গে থাকব’, থেকেই যাচ্ছে সেই প্রশ্ন।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর