যদি পশ্চিমবঙ্গ বোমার রাজ্য হয় তাহলে রাজ্যপালের ইস্তফা দেওয়া উচিত: ফিরহাদ হাকিম

NIA পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে ৬ জন জঙ্গি গ্রেফতার করেছে। যারপর থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পশ্চিমবঙ্গে জঙ্গি ধরা পড়ছে এই ইস্যুতে বিরোধীরা রাজ্য সরকারকে আক্রমন করেছেন। রাজ্য সরকারের ক্ষমতায় থাকা নেতা মন্ত্রীরা অবশ্য এ নিয়ে পাল্টা মুখ খুলেছেন। মুর্শিদাবাদ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের উপর সবথেকে বেশি মুখর হয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় পর্যন্ত মুর্শিদাবাদ প্রসঙ্গে রাজ্য সরকারের নিন্দা করেছেন। রাজ্যে গণতন্ত্র বিপন্ন হতে পারে বলে আশঙ্কা প্ৰকাশ করেছেন রাজ্যপাল

রাজ্যপাল জগদীপ ধনখড় বলেছেন, পশ্চিমবঙ্গ বোমা তৈরির কারখানা পরিণত হয়েছে। পুলিশ ও মমতা ব্যানার্জী শুধু বিরোধী রাজনৈতিক দলগুলিকে আটকাতে ব্যাস্ত বলেও মন্তব্য করেছেন রাজ্যপাল। NIA কেরল ও পশ্চিমবঙ্গ থেকে মোট ৯ জন জঙ্গিকে গ্রেফতার করেছে যার মধ্যে ৬ জন বাংলার বাসিন্দা। যা নিয়ে রাজ্যের পরিস্থিতির উপর প্ৰশ্ন উঠেছে।

   

অবশ্য এ নিয়ে বলতে গিয়ে ফিরহাদ হাকিম অন্যরকম মন্তব্য করেছেন। বাংলার মানুষকে অপমান করা হচ্ছে বলে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ফিরহাদ হাকিম। রাজ্যপালের উপর পাল্টা রাজনৈতিক আক্রমন করেছেন ফিরহাদ হাকিম। বাংলা শান্তির রাজ্য এবং এই রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ হয় বলে মত প্রকাশ করেন তিনি। ফিরহাদ হাকিম বলেন, রাজ্য যদি জঙ্গিদের আঁতুরঘর হয় তাহলে রাজ্যপালের আগে ইস্তফা দেওয়া উচিত। কারণ উনি পরিস্থিতি নিয়ন্ত্রণে অক্ষম। রাজ্যপাল যদি বাংলার সরকার, বাংলার মানুষকে নিয়ে গর্ব না করেন তাহলে তার রাজ্যপাল পদে থাকার অধিকার নেই।

ফিরহাদ হাকিম বলেছেন এই রাজ্য শান্তির রাজ্য, বাংলার মানুষকে অপমান করার অধিকার রাজ্যপালের নেই। যদি এই রাজ্য বোমার রাজ্য হয় তাহলে রাজ্যপালের উচিত ইস্তফা দিয়ে চলে যাওয়া।ফিরহাদ হাকিম আরো বলেন, যে রাজ্যে ৮ জন পুলিশকর্মীকে গুলি করে হত্যা করা হয় সেটা সন্ত্রাসবাদীর আঁতুরঘর হয় নাকি যেখানে সুষ্ঠুভাবে সবকিছু হয় সেটা টেরোরিস্ট রাজ্য? পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে, নিয়ম কানুন মেনে অপরাধীকে গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়া হয়।

হাকিম বলেন, উত্তরপ্রদেশে অপরাধীকে গ্রেফতার করে আনতে আনতে এনকাউন্টার করে মারা হয় বলেও মন্তব্য করেন ফিরহাদ হাকিম। সব মিলিয়ে মুর্শিদাবাদ থেকে জঙ্গি গ্রেফতার হওয়া যে পশ্চিমবঙ্গে নতুন বিতর্কের জন্ম দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

সম্পর্কিত খবর