দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কর্মীকে গুলি, স্বাধীনতা দিবসের দিন তুমুল শোরগোল শিলিগুড়িতে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল স্বাধীনতা দিবসেও বাদ গেলো না হিংসার ঘটনা। কোথাও জাতীয় পতাকার দড়ি চুরি, তো আবার ধর্মীয় স্লোগানকে কেন্দ্র করে মারধরের ঘটনা; বাংলার বিভিন্ন প্রান্তে একাধিক রাজনৈতিক হিংসার ঘটনার সামনে এসেছে। এর মাঝে গতকাল রাতে গুলি কাণ্ডে এক তৃণমূল কর্মীর জখম হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শিলিগুড়ি (Siliguri) জেলায়। পেশায় জমি ব্যবসায়ী বিদ্যুৎ সাহাকে (Bidyut Saha) গতকাল গুলি করে পালায় কিছু দুষ্কৃতীর দল। পরবর্তীতে নার্সিংহোমে ভর্তি করা হয় বিদ্যুৎবাবুকে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে স্থানীয় থানার পুলিশ।

পেশায় জমি ব্যবসায়ী বিদ্যুৎ সাহা শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ড এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। অন্যান্য দিনের মতোই গতকাল তৃণমূল পার্টি অফিসের সামনে বসে থাকাকালীন তাঁকে গুলি করে পালায় এক দুষ্কৃতীর দল। গুলিটি এসে লাগে বিদ্যুৎবাবুর বুকের বাঁ দিকে। এর পরই মাটিতে একপ্রকার লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে গুরুতর জখম অবস্থায় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা তাঁকে।

স্থানীয় সূত্রে খবর, জমি সংক্রান্ত মামলায় কয়েক মাস পূর্বে বিদ্যুৎ সাহার জেল হেফাজত পর্যন্ত হয়। পরবর্তীতে অবশ্য জামিন পেয়ে যান তিনি। এক্ষেত্রে গুলি কাণ্ডে সেই মামলার যোগ থাকতে পারে বলে অনুমান অনেকের। স্থানীয় এক বাসিন্দার মতে, “গতকাল পার্টি অফিসের সামনে বসে থাকার সময় বাইকে করে দুই যুবক আসে এবং আচমকাই বিদ্যুৎ-র উদ্দেশ্যে গুলি করে পালায়। সেই সময় কালো কাপড় দিয়ে মুখ ঢেকে থাকার কারণে তাদেরকে চেনা যায়নি। বর্তমানে সকল এলাকাবাসী অত্যন্ত আতঙ্কে রয়েছে।”

গতকাল গুলি কাণ্ডের পরই স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে পুলিশে খবর দেওয়া হয় এবং তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করে দেখছেন তারা। এক্ষেত্রে রাজনৈতিক কোনো কারণ রয়েছে, নাকি জমি ব্যবসা সংক্রান্ত কোনো কারণ, সে বিষয়ে স্পষ্ট ধারণা মেলেনি। গোটা ঘটনার প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর জানান, “পার্টি অফিসের সামনেই গুলি করে পালালো দুষ্কৃতীরা। এটা অত্যন্ত চিন্তার বিষয়। এ ঘটনার পেছনে যারা জড়িত রয়েছে, তাদেরকে দ্রুত গ্রেফতার করা উচিত।”

সম্পর্কিত খবর

X