বাংলাহান্ট ডেস্ক : বেশ বিপাকে শুভেন্দু। সারদা-নারদা কাণ্ডে সরাসরি জড়িত ছিলেন তিনি। অবিলম্বে গ্রেফতার করতে হবে তাঁকে। এই দাবি নিয়েই মঙ্গলবার রাজ্যপালের কাছে যাচ্ছে তৃণমূল। বিভিন্ন কেলেঙ্কারিতে অভিযুক্ত বিজেপি নেতাদের কেন গ্রেফতার করতে হবে সেই দাবিতে সোমবার থেকেই পথে নামছে রাজ্যের শাসকদল। সেই নেতাদের তালিকায় যেমন রয়েছেন শুভেন্দু অধিকারী, তেমনই রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। জানা যাচ্ছে, সোমবার কলকাতার সিজিও কমপ্লেক্স এবং হলদিয়ার কাঁথিতে দুটি সভা আয়োজন করেছে তৃণমূল। মঙ্গলবার একই দাবিতে রাজভবন অবিযানে যাচ্ছে তাদের প্রতিনিধি দল।
কে কে থাকছেন সেই প্রতিনিধি দলে?
রাজভবনে রাজ্যপালের কাছে যাঁরা আজ দাবি জানাতে যাবেন, তাঁদের মধ্যে রয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, থাকছেন ‘নন্দীগ্রামের মা’ বলে পরিচিত ফিরোজা বিবিও। ফিরোজা বিবি পূর্ব পাঁশকুড়া তৃণমূল বিধায়ক। প্রসঙ্গত, ২০০৭ সালে ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলিতে নিহত গ্রামবাসীদের মধ্যে ছিলেন ফিরোজার পুত্র শেখ ইমদাদুলও। সেই সময় থেকেই তাঁকে সামনে রেখে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাম সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার, সেই ফিরোজা বিবিকেই আবার আন্দোলনের প্রথম সারিতে তুলে আনতে চাইছে তৃণমূল নেতৃত্ব। ‘নন্দীগ্রামের মা’-কে সামনে আনা হচ্ছে নন্দীগ্রামেরই নেতার বিরুদ্ধে।
মঙ্গলবার শুভেন্দুর গ্রেফতারের দাবিতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে তৃণমূলের আট সদস্যের প্রতিনিধিদলের যাওয়ার কথা রয়েছে। এই দলের নেতৃত্বে থাকবেন ব্রাত্য বসু। এছাড়াও দলে থাকছেন তাপস রায়, কুণাল ঘোষ, শশী পাঁজার মতো নেতা-মন্ত্রীরাও। জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল ১০টায় তিনি তৃণমূল ভবনে যাবেন। সেখান থেকেই বাকি প্রতিনিধিদের সঙ্গে রাজভবন যাবেন ‘নন্দীগ্রামের মা’ ফিরোজা বিবি।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা