বাংলাহান্ট ডেস্কঃ হরিয়ানায় ভারতীয় রেল (indian railway) তৈরি করল বিশ্বের প্রথম বিদ্যুতায়িত রেল টানেল, আরাবল্লি পর্বতের মধ্য দিয়ে বিস্তৃত এই টানেলের মাধ্যমে দাদরিতে বিভিন্ন পন্য পৌঁছে দেওয়া আরো সহজ হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক। আগামী বছরের মধ্যেই জহরলাল নেহেরু বন্দর ও দাদরির মধ্যে এই সংযোগ পথের কাজ সম্পূর্ণ হয়ে যাবে।
শুক্রবার ওয়েস্টার্ন ফ্রেইট করিডোর এর সব চেয়ে বড় বাধাটি পার করল ভারতীয় রেল। শেষ ডিনামাইট ব্লাস্টটি সফল ভাবে পূর্ণ হতেই আনন্দে ফেটে পড়েন রেল আধিকারিক ও কর্মীরা। এই টানেলটি সোহনার মেওয়াত অঞ্চল থেকে হরিয়ানা পর্যন্ত বিস্তৃত। যা এই মুহুর্তে পশ্চিম ডিএফসির হাতে থাকা সবচেয়ে বড় টানেল।
গত ১ বছরের বেশী সময় ধরে আরাবল্লী পর্বতের বুক চিড়ে এই টানেলটি তৈরি করছিল রেল। এক কিলোমিটার দীর্ঘ এই টানেলটি বিশ্বের প্রথম বিদ্যুতায়িত এই প্রকার টানেল। সম্পূর্ণ ভর্তি ডবল স্টাক কন্টেনারও এই টানের মধ্যে দিয়ে সহজে যাতায়াত করতে পারবে, রেল সূত্রে জানানো হয়েছে একথাও।
রেল সূত্রে জানানো হয়েছে, রেল লাইনের ওপর দিয়ে প্রচুর মালগাড়ির বোঝা রেললাইনের ক্ষতি করছে। তা কমাতেই এই করিডর তৈরি করা হয়েছে। পাশাপাশি এই করিডরের কারনে যাত্রীবাহী ট্রেনের সঠিক সময়ে না পৌঁছানোর সমস্যাও কমবে।
প্রসঙ্গত, রেলের ইস্টার্ন করিডোর প্রায় ১৮৫৬ কিমি লম্বা। কলকাতার কাছে অবস্থিত ডানলপ থেকে শুরু হয়ে এই করিডোর পাঞ্জাবের লুধিয়ানায় শেষ হয়েছে৷ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবকে জুড়েছে এই করিডর।
অন্যদিকে পশ্চিম করিডোর উত্তর প্রদেশের দাদরি থেকে মুম্বাইয়ের জওহরলাল নেহেরু বন্দর ট্রাস্ট পর্যন্ত বিস্তৃত। এই 1506 কিলোমিটার দীর্ঘ করিডোর এর কারন এনসিআর, হরিয়ানা, রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্র বড় ধরনের সুবিধা পেতে চলেছে।