বাংলা হান্ট নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস লিখলেন শিখর ধাওয়ানরা। প্রথম সফরকারী ভারতীয় দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ক্লিন সুইপ করে ওডিআই সিরিজ জিতল ভারতীয় দল। চাহাল, শার্দুল ঠাকুরদের দৌলতে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ‘ডার্কওয়ার্থ লুইস’ মেথডে ১১৯ রানের ব্যবধানে হারালো ভারতীয় দল।
এর আগে কপিল দেব থেকে শুরু করে সৌরভ, ধোনি, কোহলি সকলেই ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়কত্ব করেছিলেন কিন্তু কেউই প্রত্যেকটি ওডিআই ম্যাচ জিতে সিরিজ জিততে পারেননি। প্রথমবার সেই কাজটা করে দেখালেন অধিনায়ক শিখর ধাওয়ানের ভারতীয় দল। প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হাড্ডাহাড্ডি লড়াই করলেও তৃতীয় ম্যাচে অসহায় আত্মসমর্পণ করলেন নিকোলাস পুরানরা।
প্রথমে ব্যাট করে দুবার বৃষ্টি বিঘ্নিত ইনিংসে ৩৬ ওভারে ২২৫ রান তুলেছিল ভারতীয় দল। ওপেনিং জুটিতে ১১৩ রানের পার্টনারশিপ গড়েছিলেন ধাওয়ান এবং শুভমান গিল। ধাওয়ান ৫৮ রান করে আউট হয়ে যাওয়ার পর দুর্দান্ত ব্যাটিং করে ৯৮ বলে ৯৮ রানে অপরাজিত থাকেন গিল। বৃষ্টির কারণে নিজের শতরান হাতছাড়া করেন তিনি। প্রথম উইকেট পড়ার পর ৩৪ বলে ৪৪ রানের আগ্রাসী ইনিংস খেলে ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শ্রেয়াস আইয়ারও। শেষ পর্যন্ত ও বৃষ্টিপাত সাথায় ওয়েস্ট ইন্ডিজের সামনে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচ জয়ের জন্য ৩৫ ওভারে ২৫৭ রান তোলার লক্ষ্য এসে দাঁড়ায়।
ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়েন ক্যারিবিয়ানরা। নিচের প্রথম ওভারেই ওপেনার কাইল মেয়ার্স এবং তিন নম্বরে নাম ব্রুকসকে আউট করেন মহম্মদ সিরাজ। অপর ওপেনার সাই হোপস (২২) এবং ব্র্যান্ডন কিং (৪২) কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডারকে ভাঙ্গেন ভারতের তারকা লেগস্পিনারের যুজবেন্দ্র চাহাল। মাত্র ৪ ওভার হাত ঘুরিয়ে ১৭ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। শার্দুল ঠাকুর ২ টি এবং প্রসিদ্ধ কৃষ্ণা ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন। ২৬ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ এবং সিরিজের সেরা পুরস্কার জিতে নেন শুভমান গিল।